সাপের মত ওটা কী! লম্বায় ১৫ মিটার, বয়স প্রায় ৪৭ মিলিয়ন! গুজরাটে বিজ্ঞানীরা পেলেন এক অদ্ভুত জীবাশ্ম

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিজ্ঞানীরা এবার সন্ধান পেলেন বিশাল একটি সাপের জীবাশ্মের। বিশাল আকারের এই সাপের জীবাশ্ম সম্পর্কে সম্প্রতি তথ্য দিয়েছে আইআইটি রুরকির Vertebrate palaeontologist-রা। গুজরাটে এই জীবাশ্মের সন্ধান মেলে ২০০৫ সালে। আইআইটি রুরকির জীবাশ্মবিদরা (Vertebrate palaeontologist) দীর্ঘকায় এই সাপের জীবাশ্ম উদ্ধার করেন কচ্ছ এলাকার একটি কয়লা খনি থেকে।

বিজ্ঞানীরা বলছেন এই সাপটি প্রায় ৪৭ মিলিয়ন বছর পুরনো। দাবি করা হচ্ছে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সাপ। আইআইটি রুরকির Vertebrate palaeontologist সুনীল বাজপেয়ী জানিয়েছেন, এই প্রজাতির সাপ এখন বিলুপ্ত। এটি বৃহত্তম একটি সাপ ছিল ভূতাত্ত্বিক অতীতেও। এই গবেষক দলে সুনীল বাজপেয়ীর সাথে দেবজিত দত্ত এবং আরও একজন জীবাশ্মবিদ ছিলেন।

আরোও পড়ুন : নারী আর টাকার মধ্যে কাকে বাছা উচিত? মাথায় রাখুন চাণক্যের এই নীতি

এই তিনজন বিশেষজ্ঞ গুজরাটে খুঁজে পান বিশালাকার সাপের জীবাশ্ম। এই সাপের নাম দেওয়া হয়েছে বাসুকী ইন্ডিকাস। ধারণা করা হচ্ছে এই জীবাশ্মটি মধ্য-ইয়োসিন যুগের। Madatsoidae প্রজাতির এই সাপটি বর্তমানে বিলুপ্ত। একাধিক পরীক্ষার পর বিজ্ঞানীরা জানাচ্ছেন এই সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ মিটার। একটি প্রেস বিবৃতিতে আইআইটি রুরকি বলছে, উদ্ধার হওয়া বিশালাকার সাপের জীবাশ্মর ২৭টি ভার্ট্রিবা সংরক্ষণ করা ছিল অত্যন্ত যত্নের সাথে।

ভার্টিব্রাগুলি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা সাপটির আকার আয়তন সম্পর্কে ধারণা লাভ করেছেন। বিজ্ঞানীদের অনুমান এই সাপটির দেহ ছিল প্রশস্ত এবং সিলিন্ডার আকৃতির। তার সাথে এও অনুমান করা হচ্ছে এই সাপটি অত্যন্ত শক্তিশালী ছিল। বাসুকি ইন্ডিকাস শুধু নয়, বিজ্ঞানীরা এই সাপটির তুলনা করছেন Titanoboa- র সাথেও।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X