বজরং দলের রোষের মুখে শাহরুখ-দীপিকা, ভেঙে ফেলা হল পাঠানের কাটআউটও

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটে (Gujrat) আক্রান্ত বিতর্কিত ছবি পাঠান (Pathaan)। এবার বজরং দলের কর্মীদের রোষের মুখে পাঠান। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ছবির কাটআউট। সম্প্রতি, টুইটারে (Tweeter) পোস্ট হওয়া একটি ভিডিওতে উঠে এসেছে এমনই চিত্র। জানা গিয়েছে, আমদাবাদের একটি শপিং মলে  গুঁড়িয়ে দেওয়া হয়েছে শাহরুখ- দীপিকার পাঠান ছবির হোডিং।

কী দেখা যাচ্ছে ভিডিওতে? টুইটারে পোস্ট হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কর্ণবতীর সিনেমা থিয়েটারে এসে হঠাৎই কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে ভাঙচুর চালায় ছবির কাটআউটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে শপিং মল কর্তৃপক্ষ বজরং দলের সদস্যদের শান্ত করার চেষ্টা করেন। তবে তাতেও লাগাম আসেনি পরিস্থিতিতে। পাশাপাশি মল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া অভিযোগও উঠে এসেছে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে।

বজরং সদস্যরা থিয়েটার কর্তৃপক্ষকে পাল্টা হুমকি দিয়ে বলেন, “এখানে দীপিকা এবং শাহরুখের এই ছবি চালানো যাবে না। তাঁদের কথা না শুনে যদি এই ছবি প্রদর্শন করা হয়, তা হলে বজরং দলের আসল রূপ দেখতে পাবেন তাঁরা। হিন্দু ধর্মের অবমাননা কখনও সহ্য করবে না বজরং দলের সদস্যরা।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, ছবির প্রথম গান মুক্তির পর থেকেই বিতর্কের লাইমলাইটে বেশরম রং। গানে পরিহিত দীপিকার গেরুয়া বর্ণের পোশাক ঘিরে শুরু হয় চৰ্চা,  রাজনৈতিক তরজা। ছবি মুক্তির আগেই ‘পাঠান’কে অশ্লীল তকমা দিয়ে বয়কটের ডাকও দিয়েছে দেশের একাধিক হিন্দুত্ববাদী সংগঠন।

পাশাপাশি থেমে নেই রাজনৈতিক দলের নেতারাও। ইতিমধ্যেই ছবি বয়কটের ডাক দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। ছবির প্রতিবাদে পথে নামেন অযোধ্যার তপস্বী ছাবনীর সাধুরা। শুধুই কী তাই! কিং খানকে জীবন্ত দগ্ধ করার হুঁশিয়ারিও দেন পরমহংস আচার্য। বহু তর্ক -বিতর্ক, উত্তাপের মধ্যেই চলতি মাসের ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ-দীপিকার ছবি পাঠান। এবার ছবি প্রকাশ্যে আসার পর ‘পাঠান’ বিতর্কের জল আর কতদূর গড়ায় সেটাই  দেখার বিষয়।