Ekchokho.com 🇮🇳

৩৬ টি চালেই করলেন বাজিমাত! ক্রোয়েশিয়ায় শিরোপা জিতলেন ডি. গুকেশ

Published on:

Published on:

Gukesh Dommaraju wins title in Croatia.

বাংলা হান্ট ডেস্ক: ক্রোয়েশিয়ার জাগরেবে সম্পন্ন হওয়া সুপার ইউনাইটেড র‍্যাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশ (Gukesh Dommaraju)। শুধু তাই নয়, তিনি ওই টুর্নামেন্টে র‍্যাপিড শিরোপা জিতেছেন। এই টুর্নামেন্টটি গ্র্যান্ড চেস ট্যুর ২০২৫-এর অংশ। ১৯ বছর বয়সী গুকেশ র‍্যাপিড ফর্ম্যাটে ১৮ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্ট হাসিল করে ট্রফি জিতেছেন।

শিরোপা জিতলেন ডি. গুকেশ (Gukesh Dommaraju):

চূড়ান্ত রাউন্ডে মাত্র ৩৬ টি চালে আমেরিকান খেলোয়াড় ওয়েসলি সো-কে হারিয়ে গুকেশ (Gukesh Dommaraju) র‍্যাপিড শিরোপা জিতেছেন। এই টুর্নামেন্টে গুকেশ ৯ টি ম্যাচের মধ্যে ৬ টিতে জিতেছেন বিযেখানে ২ টি ম্যাচ ড্র হয়েছে। পাশাপাশি, একটিতে তাঁকে পরাজয়ের সম্মুখীন হতে হয়।

Gukesh Dommaraju wins title in Croatia.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডি. গুকেশ (Gukesh Dommaraju) সুপার ইউনাইটেড র‍্যাপিড এবং ব্লিটজ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিলেন। তিনি পোল্যান্ডের জান-ক্রিজিস্টফ ডুডার কাছে ৫৯ চালে পরাজিত হন। যদিও, তারপর গুকেশ দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং ফ্রান্সের আলিরেজা ফিরোজা ও ভারতের আর. প্রাজ্ঞনানন্দকে পরাজিত করেন।

আরও পড়ুন: নিজেদের দোষ ঢাকতে তৎপর শরিফ! এই মুসলিম দেশে গিয়ে ভারতের বিরুদ্ধেই উগরে দিলেন বিষ

এরপর, গুকেশ (Gukesh Dommaraju) চতুর্থ এবং পঞ্চম রাউন্ডে যথাক্রমে উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভ এবং আমেরিকান গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করেন। এছাড়াও, ষষ্ঠ রাউন্ডে নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে এই টুর্নামেন্টে গুকেশ সাড়া ফেলে দেন। এটি ছিল ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে গুকেশের দ্বিতীয় জয়।

আরও পড়ুন: ইউনূসের বাংলাদেশে ফের হইচই! নির্বাচনের আগে গর্জে উঠলেন হিন্দুরা, দেওয়া হল আল্টিমেটাম

এদিকে, ভারতের আর. প্রজ্ঞানানন্দ এই টুর্নামেন্টে মাত্র ১ টি জয় হাসিল করেন। তিনি ৭ টি ম্যাচে ড্র করেন এবং একটিতে পরাজয়ের সম্মুখীন হয়েছেন। প্রজ্ঞানানন্দ এই টুর্নামেন্টে মোট ৯ পয়েন্ট অর্জন করেছেন। তা সত্বেও, গ্র্যান্ড চেস ট্যুরের সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে তিনি এখনও একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছেন।