বাংলা হান্ট ডেস্ক: ওমান উপসাগরে জ্বললো তেলবাহী জাহাজ।এই ঘটনায় উপসাগরীয় এলাকায় উত্তেজনা বেড়ে উঠেছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে আজ সকালে ওমান উপসাগরে দুটি তেলবাহী জাহাজের উপর হামলা চালানো হয়।এ ঘটনায় দুটি জাহাজের ৪৪ জন কর্মী অক্ষত রয়েছেন। টর্পেডোর সাহায্যে হামলা চালানো হয়েছিল বলে ধারণা।
জানা গিয়েছে,আজ স্থানীয় সময় সকাল পৌনে নটা নাগাদ ‘ফ্রন্ট অল্টেয়ার’ নামে নরওয়ের একটি জাহাজ দাহ্য ইথানল নিয়ে কাতার থেকে তাইওয়ান যাচ্ছিল।পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ শব্দের পরই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে সকাল ৯ টা ৫০ মিনিট নাগাদ। ‘কোকুকা কারেজাস’ নামে সিঙ্গাপুরের একটি তোর তেলবাহী জাহাজ
আমেরিকার রাষ্ট্র সম্পাদক মাইক পোম্পের মতে এ ঘটনার পেছনে ইন্টারনেট হাত রয়েছে। পোম্পে আরও বলেন এ ঘটনার ব্যবহৃত অস্ত্র এবং হামলার ধরনের সাথে ইরানিও হামলার মিল রয়েছে।সৌদি আরব থেকে সিঙ্গাপুর যাচ্ছিল
আমেরিকার রাষ্ট্র সম্পাদক মাইক পোম্প এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেন। তিনি বলেন এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং হামলার ধরনের সাথে ইরানিও হামলার মিল রয়েছে।
যদিও ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বৃহস্পতিবার টুইটারে এ ঘটনাটিকে অভাবনীয় ঘটনা বলেন।