আন্তর্জাতিক স্তরে সন্মান প্রাপ্তি “গালি বয়” এর

বাংলা হান্ট ডেস্ক: এই প্রেম দিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত জোয়া আখতার পরিচালিত ছবি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে তেমনই নানান প্রশংসাও কুড়িয়ে নেয়। এবার বিফান – এ (Bucheon International fantastic film festival) দাম্পত্য সেরা ছবির শিরোপা পায় গালি বয়। রণবীর সিং আলিয়া ভট্ট অভিনীত এই ছবিটি

NETPAC পুরষ্কারে পুরস্কৃত হয়। এই বছরের এশিয়া মহাদেশের সেরা ছবির শিরোপা ওঠে গালি বয় এর মাথায়।

জোয়া জানায় যে যখনই ছবি তৈরি করা
হয় যে সেই ছবি বেশি থেকে বেশি লোকের কাছে পৌঁছে যাক।তিনি আরও বলেছেন , এই পুরস্কার প্রাপ্তির জন্য ছবির সম্পূর্ণ দলকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং নিজের এবং সম্পূর্ণ দলের পক্ষ থেকে পুরস্কারের আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

সম্পর্কিত খবর