পপ গায়ক জাস্টিন বিবারের পার্টিতে চলল গুলি, গুলিবিদ্ধ এক র‍্যাপার সহ চার

   

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের (Justin Bieber) পার্টিতে গুলি বর্ষণের ঘটনা। ঘটনায় একাধিক জনের আহত হওয়ার খবর মিলেছে। তাদের মধ‍্যে রয়েছেন একজন খ‍্যাতনামা র‍্যাপার কোডাক ব্ল‍্যাকও (Kodak Black)। ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে সে দেশে।

জানা যাচ্ছে, এ ঘটনা শুক্রবার রাতের। লস এঞ্জেলসের ‘নাইস গাই’ নামে একটি রেস্তোরাঁতে সুপার বোল উইকেন্ড পার্টি চলছিল জাস্টিনের। সেখানেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোডাক ব্ল‍্যাক যার আসল নাম বিল কেপরি। বিদেশি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, আফটার পার্টির পর শনিবার সকালে রেস্তোরাঁর বাইরে আরো কয়েকজন র‍্যাপারের সঙ্গে ছবি তোলার জন‍্য পোজ দিচ্ছিলেন ব্ল‍্যাক।

attachment Kodak Black Throws Punch
পার্টিতে জাস্টিন ছাড়াও উপস্থিত ছিলেন হেইলি বল্ডউইন, টোবি ম‍্যাগুইরি, কোলে কার্দাশিয়ানের মতো তারকারাও। রেস্তোরাঁর বাইরেই ঝামেলার সূত্রপাত হয়। সংবাদ মাধ‍্যম খবর, দুই দলের মধ‍্যে ঝামেলার সূত্রপাত হয়। সেই গণ্ডগোলের মধ‍্যে ঢুকে পড়েছিলেন র‍্যাপার ব্ল‍্যাকও। যখন গুলি চলে তখন নাকি একজনকে ঘুঁষি মারতে যাচ্ছিলেন তিনি।

পুলিস সূত্রে খবর, দশ রাউন্ড গুলি চালানো হয়েছে। গুলির শব্দে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। র‍্যাপার ব্ল‍্যাক সহ চারজন আহত হয়েছেন বলে খবর। পায়ে গুলি লেগেছে র‍্যাপারের। একজন ১৯ ও আরেকজন ৬০ বছর বয়সী পুরুষকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্ল‍্যাক ও আরেকজন আহত নিজেরাই হাসপাতালে গিয়েছেন। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর। সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ‍্যেই ছড়িয়ে পড়েছে পার্টিতে গুলি চলার ছবি, ভিডিও।

কিন্তু হঠাৎ জাস্টিন বিবারের পার্টিতে এমন হাঙ্গামা হওয়ার কারণ কী তা জানা যায়নি। বিষয়টা নিয়ে মুখ খোলেননি জাস্টিন‌ বিবারও। উল্লেখ‍্য, মার্কিন মুলুকের যথেষ্ট জনপ্রিয় পপ তারকা তিনি। ভারতে এসেও কনসার্ট করে গিয়েছেন জাস্টিন বিবার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর