কলকাতার কাছেই হাতির ডেরায় রাত্রিবাস! ঘন সবুজের মাঝে শ্বাস নিতে বেরিয়ে আসুন এই জায়গা

বাংলাহান্ট ডেস্ক : এমন অনেকেই রয়েছেন যারা বর্ষাকালে জঙ্গলে ঘুরতে যেতে পছন্দ করেন। বর্ষায় আমাদের দেশের জঙ্গলগুলো এক অনন্য রূপ ধারণ করে। আবার যারা পশু প্রেমী তাদের কাছে জঙ্গলে গিয়ে পশু দেখতে পাওয়া হাতে চাঁদ পাওয়ার সমান। আজ আমরা এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনারা দেখতে পাবেন হাতির দল।

পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল জঙ্গল কলকাতার খুব কাছে। বর্ষায় উত্তরবঙ্গের অধিকাংশ জঙ্গলই বন্ধ থাকে। এই সময় দক্ষিণবঙ্গের জঙ্গলগুলি হয়ে ওঠে জঙ্গল প্রেমিকের কাছে স্বর্গীয় দ্বার। যে সকল পর্যটকেরা আদিম গন্ধ গায়ে মেখে বর্ষায় অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান তাদের কাছে বর্ষায় ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা গুড়গুড়িপাল জঙ্গল।

হাতির পাল দলমার জঙ্গল হয়ে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের সীমানায়। সেখানে তাদের জন্য তৈরি করা হয়েছে এলিফ্যান্ট করিডর। কিন্তু হাতির দল অনেক সময় রাস্তা বদলে গ্রামের ভিতর ঢুকে পড়ে। গ্রামে ঢুকে সেই হাতির দল নষ্ট করে ফসল। এর ফলে পশ্চিম মেদিনীপুরের মানুষেরা হাতির জন্য অনেক সময় ক্ষতির সম্মুখীন হন।

তবে বর্ষাকালে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল ফরেস্ট আরো বন্য রূপ ধারণ করে। বর্ষাকালে লাল মাটির পথ ধরে হেঁটে বেড়ানোর আনন্দই আলাদা। গুড়গুড়ি পাল জঙ্গলে রয়েছে একটি রিসর্ট। এই রিসর্টে রাত কাটাতে পারেন আপনারা। জঙ্গলে রাত কাটানো এক অনন্য অনুভূতি দেবে এটি। জঙ্গলের আকাশ বাতাস মাঝেমধ্যে ভরে ওঠে হাতির পালের শব্দে।

screenshot 2023 08 15 19 21 28 98

এছাড়াও একটি বড় জলাশয় রয়েছে জঙ্গলের মাঝে। একটা সময় সেখানে বোটিং করা গেলেও এখন তা আর হয় না। পশ্চিম মেদিনীপুর স্টেশনে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন গুজগুড়ি পালে। চাইলে এখান থেকে আপনারা খড়গপুর ঘুরে আসতে পারেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর