বাংলাহান্ট ডেস্ক: ২০১৯-এর অন্যতম হিট ছবি ছিল শাহিদ কাপুর ও কিয়ারা আডবানী অভিনীত ‘কবীর সিং’। ছবিতে শাহিদ ও কিয়ারার অভিনয় সকলেরই মন জিতে নেয়। দীর্ঘদিন পরে শাহিদের একটি ছবি রীতিমতো ব্লকবাস্টার হিট হয়। পাশাপাশি এই ছবি শাহিদের কেরিয়ারে একমাত্র ছবি যা ২০০ কোটির মাইফলক অতিক্রম করেছে। তবে প্রশংসার সঙ্গে সঙ্গে এই ছবি নিয়ে সমালোচনাও কম হয়নি। ছবির নানা দৃশ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে মিম। এমনকি এখনও তা অব্যাহত রয়েছে।
এতদিন পর্যন্ত এই মিম বানানো ও শেয়ার করা শুধুমাত্র নেটিজেন ও তারকাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অনেক তারকাই নিজেদের নিয়ে বানানো মিমও শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। এবার সেই তালিকায় যোগ দিল পুলিসও। গুরুগ্রাম পুলিস কবীর সিংয়ের একটি দৃশ্য নিয়ে মিম বানিয়ে শেয়ার করেছে নেটদুনিয়ায়। তবে এই মিম বানানোর নেপথ্যে রয়েছে একটি কারন। তা হল পথ সুরক্ষা আইনের ব্যাপারে মানুষকে সচেতন করা।
Jab khud bachoge tabhi Preeti ko bacha paoge… pic.twitter.com/nW3KAHuQCZ
— Gurugram Traffic Police (@TrafficGGM) February 5, 2020
গুরুগ্রাম পুলিসের বানানো মিমে দেখা যাচ্ছে, কবীর অর্থাৎ শাহিদ একটি বাইকে করে প্রীতি অর্থাৎ কিয়ারাকে বাঁচাতে যাচ্ছেন। এটি ছবিরই দৃশ্য।
কিন্তু ছবিতে শাহিদের মাথায় কোনও হেলমেট ছিল না। গুরুগ্রাম পুলিস এই মিমে শাহিদের মাথায় সেই প্রয়োজনীয় হেলমেটটি দিয়ে দিয়েছেন ফটোশপ করে। ক্যাপশনে লেখা রয়েছে, “নিজে বাঁচলে তারপরই প্রীতিকে বাঁচাতে পারবে”। অর্থাৎ রাস্তায় বাইক চালানোর সময় যে সবসময় মাথায় হেলমেট পরে থাকা উচিত সেই কথাটাই এই মিমের মাধ্যমে মনে করিয়ে দিয়েছেন তাঁরা। গুরুগ্রাম পুলিসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই মিমটি।
https://twitter.com/Humorous_Human_/status/1225259032018972673?s=19
https://twitter.com/ParateUtkarsh/status/1225924220372295680?s=19
মিমপ্রেমী নেটজনতা যে পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানাবে তা বলাই বাহুল্য। তারাও মজা করে নানারকম কমেন্ট করেছেন এই মিমে। গুরুগ্রাম পুলিসের বানানো এই মিম এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।