টাইগার এবার পথ নিরাপত্তায়, গানের লাইন তুলে টাইগারকে নিয়ে ট্রল করলেন গুরুগ্রাম পুলিশ

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ফের সংবাদ শিরোনামে গুরুগ্রাম পুলিশ। মজার ছলে মিম শেয়ার করে মানুষকে ট্রাফিক আইন বোঝানোয় গুরুগ্রাম পুলিশের কোনও তুলনাই হয়না। ফের একই কারনে সংবাদে উঠে এসেছে তারা। তবে এবার কোনও মিম নয়, বরং বলিউডের জনপ্রিয় গানকে অবলম্বন করে পথ নিরাপত্তার বার্তার দিয়েছেন গুরুগ্রাম পুলিশ।

বেশ অনেকদিন আগে মুক্তি পেয়েছিল দশ ছবির ছবির জনপ্রিয় গান দশ বাহানে করকে লে গয়ি দিল। সেই গানটিই আবার নতুন করে  জনপ্রিয় হয়েছে টাইগার শ্রফের দৌলতে। তাঁর নতুন ছবি বাঘি থ্রিতে এই গানটিই আবার নতুন করে ব্যবহার করা হয়েছে। আর সেই গানকেই এবার নিজেদের কাজে লাগিয়েছে গুরুগ্রাম পুলিশ। গুরুগ্রাম পুলিশের টুইটার হ্যান্ডেলে তিনটি ছবি পোস্ট করেছে তারা। ক্যাপশনে ওই গানের তিনটি লাইন লিখেছে তারা যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, তোমার সঙ্গে আমার চোখাচুখি হল আর তাতেই মুশকিল হয়ে গেল।

গুরুগ্রাম পুলিশের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। এক পুলিশকর্মীর চোখে এই ঘটনা পড়তেই তিনি আটকে দেন ওই ব্যক্তিকে। তারপর হেলমেট না পড়ার জন্য তাকে জরিমানার মুখেও পড়তে হয় স্বাভাবিক ভাবে। এই তিনটি ঘটনার ছবি দিয়েই পথ নিরাপত্তার বার্তা দিয়েছে গুরুগ্রাম পুলিশ।

প্রসঙ্গত, কিছুদিন আগে কবীর সিং ছবির একটি দৃশ্য নিয়ে মিম বানিয়ে পথ নিরাপত্তার বার্তা দিয়েছিল গুরুগ্রাম পুলিশ। রাস্তায় বাইক চালানোর সময় যে সবসময় মাথায় হেলমেট পরে থাকা উচিত সেই কথাটাই এই মিমের মাধ্যমে মনে করিয়ে দিয়েছেন তাঁরা। গুরুগ্রাম পুলিসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল এই মিমটি।

সম্পর্কিত খবর

X