করোনার প্রভাব বেশি পড়েছে ইরান, ইতালি এবং ব্রিটেনে। আর চীন যেন ইতিমধ্যেই মৃত্যু শহড়ে পরিনত হয়েছে।মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। এই রোগে এখনও অবধি মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। ভারতেও এই রোগের আক্রান্তের সংখ্যা প্রায় ১১০ জন।
এবং তাঁর মধ্যে করোনা আতঙ্কে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। আবার বন্ধ হয়েছে স্কুল ,কলেজ এবং বিশ্ব বিদ্যালয়। আর অনেক জায়গায় ইতিমধ্যেই ঘোরার প্ল্যান বাঞ্চাল হয়ে গেছে। দিল্লির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বার্তাও দিলেন। তিনি জানান আতঙ্কের কারন নেই, চিকিতসা সম্ভব। এই আতঙ্ক যে কতটা তা নতুন করে বলতে হবে না।
রাতারাতি অনেকেই এই করোনার আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করছেন।বিশ্বকে।চীনের পর ইরানে এই রোগ সর্বাধিক বিস্তার লাভ করেছে। বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।
Beautiful scenes in Gurgaon apartment Sector 28 residents came out, on their balconies to sing prayer songs "Gayatri Mantra" and "Hum honge kamyaab"
https://t.co/9Sk7aZInWs— Indur Chhugani (@IndurChhugani) March 18, 2020
আজ ২৮ নম্বর সেক্টরের গুরুগ্রাম সোসাইটির বাসিন্দাদের একটি ভিডিও টুইটার্ভাটিদেন। ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়েছে ।দুই মহিলাকে বাসিন্দাদের জন্য দুটি গান গাইতে দেখা যায়, যারা তাদের বারান্দা থেকে দৃশ্যটি প্রত্যক্ষ করেছিলেন। টুইট বার্তায় বলা হয়েছে, অ্যাপার্টমেন্টের বাসিন্দারা লাউড স্পিকারে” গায়ত্রী মন্ত্র “এবং “হাম হোঙ্গে কামিয়াব” গানটি গাইতে সবাই একত্রিত হয়েছিল। এখন অবধি ভারতে কোভিড -১৯ এর নিশ্চিত হওয়া মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ এবং বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮০০০-ছাড়িয়ে গেছে। আর এই আতঙ্ক যেন সবাইকে আস্তে আস্তে গ্রাস করছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেরাই নিজেদের অস্ত্র বানাচ্ছে মানুষ ।