জ্ঞানবাপী মামলায় মুসলিমদের পক্ষ থেকে লড়ছেন আইনি লড়াই, হার্ট অ্যাটাকে মৃত্যু হল সেই আইনজীবীর

বাংলাহান্ট ডেস্ক : আচমকাই প্রয়াত জ্ঞানবাপী (Gyanvapi and Shringar Gauri cases) মসজিদ মামলায় মুসলিম পক্ষের আইনজীবী অভয় নাথ যাদব (Abhay Nath Yadav) । পরিবার সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে অভয়বাবু হৃদরোগে আক্রান্ত (heart attack) হন। তারপরই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে।

পরিবারের লোকজন সে রাতেই তাঁকে হাসপাতালে (hospital) ভর্তি করেন। চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। তাদের সেই লড়াই সফল হয়নি। গতকাল গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই প্রবীণ আইনজীবী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া আইনজীবী মহলে। ভারতের বার অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে অভয় নাথ যাদবের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়। পরিবারের প্রতি জানানো হয় আন্তরিক সমবেদনা।

অভয় নাথ যাদবের মৃত্যুতে জ্ঞানবাপী মসজিদ মামলাকে ঘিরে আরও জটিলতা তৈরি হল বলেই মনে করছে আইনজীবীমহল। বিতর্কিত এই মামলার সর্বশেষ শুনানিতে উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত (court) মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী ৪ অগাস্ট। ওই শুনানির দিনই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল অভয় নাথ যাদবের।

তাঁর মৃত্যুর পর এই মামলা মুসলিমপক্ষের হয়ে কে সওয়াল-জবাব করবে, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মুসলিমপক্ষ রীতিমতো উদ্বিগ্ন। আর মাত্র তিনদিন পরই শুনানি। এই তিনদিনের মধ্যে তাঁর মতো একজন আইনজীবী খুঁজে পাওয়া খুবই কঠিন। খুঁজলেও এতো অল্প সময়ে কাউকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। আইনজীবীর মৃত্যুতে জ্ঞানবাপী মামলায় মুসলিম পক্ষের অবস্থান যে বিশ বাঁও জলে তা বলাই যায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর