পেশায় দিনমজুর, বসবাস টিনের ঘরে! তৃণমূলের পঞ্চায়েত প্রধান মালতী যেন পাঁকের মধ্যে ‘পদ্ম”

বাংলাহান্ট ডেস্ক : খবরের কাগজ বা টিভি রিমোট ঘুরালেই এখন সামনে আসে কোটি কোটি টাকার দুর্নীতির খবর। শুধু এ রাজ্য নয়, সারাদেশে প্রায় প্রতিদিন সামনে আসছে রাজনীতিবিদ ও মন্ত্রীদের দুর্নীতির খবর। এরই মধ্যে আজ আপনাদের বলব এমন এক রাজনীতিবিদের গল্প যিনি রাজনৈতিক সমাজের কাছে এক আদর্শ উদাহরণ হতে পারেন।

তিনি একজন মহিলা। নিজের ঘর সামলে সামলাচ্ছেন পঞ্চায়েত প্রধানের পদ। কিন্তু তার থেকেও বড় কথা হলো এই পঞ্চায়েত প্রধানের জীবিকা নির্বাহীত হয় দিনমজুরি করে! ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মালতী বিশ্বাস যেন অন্ধকার সমাজের এক নতুন আশার আলো।

যে তৃণমূল কংগ্রেস দলের একের পর এক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ সেই দলেরই একজন গ্রাম পঞ্চায়েত প্রধান মালতী দেবী। গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়ার পরেও বদল আসেনি তার জীবনধারায়। আগের মতই সামান্য চাষাবাদ করে দিন গুজরান হয় তার। স্বামী সন্তানকে নিয়ে থাকেন টিনের একটি ছোট্ট ঘরে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো দূর একটা মন্দ কথাও বলতে পারেন না বিরোধী দলের লোকেরা।

মালতী বিশ্বাস ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের এটাপুর গ্রামের বাসিন্দা। পরিবারসহ বসবাস করেন গ্রামের একটি টিনের বাড়িতে। পাকা বাড়ি তৈরির ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি আর্থিক অসচ্ছলতার কারণে। এহেন মালতী বিশ্বাসকে পেয়ে খুবই খুশি ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের অধিবাসীরা। গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলানোর পাশাপাশি সামলাচ্ছেন ঘর। কখনো কখনো স্বামীকে সাহায্যের জন্য মাঠে গিয়ে করেন চাষের কাজ। দুর্নীতির কালো ছায়ায় ঘেরা সমাজে মালতী বিশ্বাস এখন যেন এক আশার প্রদীপের মত জ্বলে উঠছেন ইলামবাজারের এই ছোট্ট গ্রামে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর