কুয়োর ভিতরে রয়েছে শিবলিঙ্গ! জ্ঞানবাপী মসজিদ সমীক্ষায় বড়সড় দাবি হিন্দু পক্ষের আইনজীবীর

বাংলা হান্ট ডেস্কঃ বারাণসীর জ্ঞানবাপী মসজিদে কড়া পুলিশি নিরাপত্তায় সোমবার তৃতীয় দিনের সমীক্ষা এবং ভিডিওগ্রাফির কাজ সম্পন্ন হলো। এদিন সমীক্ষার পর হিন্দু পক্ষের উকিলের এক দাবি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, জ্ঞানবাপী মসজিদের ভিতর এক কুয়ো থেকে এদিন শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি হিন্দু সংগঠন দাবি করে যে, মসজিদের উৎপত্তিস্থলের মাটি আসলে অতীতে হিন্দুদেরই জায়গা ছিলো। ফলে তারা সেই জায়গা হিন্দুদের ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করে। সেই দাবি তুলেই আদালতে মামলা দায়ের করা হয়। এমনকি বর্তমানেও মসজিদের ভিতরে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে বলেও অপর একটি মামলা দায়ের করে কিছুসংখ্যক মহিলা। এরপরেই বারাণসী আদালত মসজিদের ভিতর পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য অ্যাডভোকেট কমিশনার অজয় কুমার মিশ্র সহ আরো তিন জন পর্যবেক্ষককে দায়িত্ব প্রদান করে।

পাশাপাশি এএসআই-এর বিশেষজ্ঞ, মামলাকারী পক্ষ ও বিশাল পুলিশবাহিনী নিয়ে তিনদিন ধরে জ্ঞানবাপী মসজিদ পরিদর্শনের কাজ চলে। এই কাজ চলাকালীন এমন কিছু তথ্য উঠে আসে, যা দেশবাসীকে হতবাক করে তোলে। আর এদিন সেই তালিকায় যোগ দিলো হিন্দু পক্ষের উকিল বিষ্ণু জৈনের চাঞ্চল্যকর মন্তব্য।

সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষ্ণু জৈন দাবি করেন যে, জ্ঞানবাপী মসজিদের ভিতর এক কুয়ো থেকে শিবলিঙ্গ এদিন উদ্ধার করা হয়েছে। শিবলিঙ্গটির সুরক্ষার কথা চিন্তা করে সিভিল কোর্টে যাওয়া কথাও ঘোষণা করেন তিনি।

শনিবার হিন্দু সংগঠনের প্রধান দ্বারা দাবি করা হয়েছিলো যে, মসজিদের ভিতর এমন কিছু মিলবে যা দেশবাসী কল্পনাই করতে পারেনি। এরপর গতকালও দীর্ঘক্ষণ ধরে চলে পর্যবেক্ষণ। সূত্রের খবর, গতকাল মসজিদের দেওয়াল, নামাজের স্থানসহ বেসমেন্টেও পরিদর্শন করা হয়। এরপর এদিন মসজিদের ভিতর একটি কুয়োর ভিতর ক্যামেরা ঢুকিয়ে ভিডিওগ্রাফি করা হয়। যদিও আদালতের নির্দেশ অনুযায়ী, পর্যবেক্ষণে পাওয়া তথ্য বাইরে বলা নিষেধ, তবে এদিনের বিষ্ণু জৈনের মন্তব্য যে ইতিমধ্যেই সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে, তা অনস্বীকার্য।


Sayan Das

সম্পর্কিত খবর