আসাদউদ্দিনকে ভিখারি বলে কটাক্ষ বাবরের বংশধরের

Published On:

বাংলা হান্ট ডেস্ক :  যে কোনও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে বিতর্কের শিরোনামে থাকেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। কখনও উস্কানিমূলক মন্তব্য আবার কখনও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বিভ্রান্তিমূলক মন্তব্য করে বার বার বিতর্কেও জড়িয়েছেন তিনি তবে এবার অযোধ্যা মামলার রায়কে কেন্দ্র করে টানা বেশ কয়েক দিন সোশ্যাল মিডিয়ায় এবং জনসভায় নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন।

কখনও মুসলিমদের জন্যও বিকল্প জমিকে খয়রাতি জমি আবার কখনও সেই জমি কখনই মুসলিমদের নেওয়া উচিত নয় এমনও বলেছিলেন তিনি। কয়েক দিন আগেই আসাদউদ্দিন ওয়াইসিকে প্রকাশ্য জনসভায় কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার কার্যত মুখ্যমন্ত্রীর পথে হেঁটেই ওসিকে ভিখারি বললেন বাবরের বংশধর প্রিন্স ইয়াকুব হাবিব উদ্দিন টুসি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে নাম করে ওই সিকে জোকার বলে সম্বোধন করেন টুসি একই সঙ্গে নিজের ভোট ব্যাঙ্কে ভোট বাড়ানোর জন্য এসব প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন। পাশাপাশি তাঁকে ধর্মান্তরিত মুসলিম বলে আখ্যা দেন। যদিও এখানেই তিনি থেমে থাকেননি বাবরি মসজিদের নামে টাকা তোলার অভিযোগ নিয়ে আসাদ উদ্দিনকে ভিখারি বলেই তাঁর পরিবারকে ভিখারির পরিবার বলেন তিনি।

উল্লেখ্য সোমবার কোচবিহারের একটি সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে আসাদ উদ্দিনের থেকে দূরে থাকার বার্তা দিয়ে উগ্র মৌলবাদের বিরুদ্ধে তোপ তেই আসাদউদ্দিন ওয়াইসির মতো মানুষদের ওপর ভরসা করার প্রয়োজন নেই বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এ দিন ওই শিখে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষের স্বভাব হচ্ছে মানুষের সঙ্গে ভেদাভেদ সৃষ্টি করা, এঁরা হায়দারাবাদ থেকে আসেন এবং তাঁদের দলও এই কার্যকলাপে অংশগ্রহণ করে।

X