মহিলা কলেজে মদের আসর, ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস চালুর অভিযোগ! আতঙ্কে তটস্থ পড়ুয়ারা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলেজের ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস বানানোর অভিযোগ উঠল হাবড়ায় (Habra)। স্থানীয় বাণীপুর মহিলা কলেজ, যত কাণ্ড এই কলেজকে ঘিরেই। অভিযোগ উঠছে, কলেজের ঘর দখল করে পার্টি অফিস তৈরি করেছেন তৃণমূল কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায়। এমনকি মহিলা কলেজে মদের আসর বসানোর মতো অভিযোগও উঠেছে।

হাবড়া (Habra) মহিলা কলেজে বেনিয়মের অভিযোগ

পড়ুয়াদের অভিযোগ, সন্ধ্যা নামলেই কলেজে বসেPPlam মদের আসর। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় পানীয়ের বোতল। উপরন্তু কলেজের নিজস্ব কোনও পাঁচিলও নেই, যার জেরে কলেজের (Habra) জমি দখল হয়ে যাচ্ছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। কলেজে বহিরাগতদের আনাগোনা হওয়ায় তটস্থ হয়ে থাকেন পড়ুয়ারাও।

Habra women college facing problems wound it

কী বলছেন পড়ুয়ারা: সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন বাণীপুর মহিলা কলেজের (Habra) পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, শুধু মদের বোতল নয়, সিগারেটের প্যাকেট, গ্লাস পড়ে থাকতেও দেখেছেন তাঁরা। এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে চরম আতঙ্কে রয়েছেন পড়ুয়ারা। তাঁরা অভিযোগ করেছেন, কলেজে কোনও পাঁচিল (Habra) নেই। তাই আশপাশের লোকজন মাঠের মধ্যে ধূমপান করে, ঘুরে বেড়ায়। কখন কী অঘটন ঘটে যায়, এই ভয়ে কাঁটা হয়ে থাকেন পড়ুয়ারা।

আরও পড়ুন : ‘কন্যাং দেহি অর্ধশিক্ষিতের মতো কথা’, মেয়েদের পূর্বপুরুষকে জল দেওয়ার রীতিতে বিশ্বাসী নন সুদীপা!

অভিযোগ করেও লাভ হয়নি: জানা গিয়েছে, কলেজের ঘর দখল করে পার্টি অফিস করায় একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু কোনও লাভ হয়নি। বুধবার এ বিষয়ে বৈঠক করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান এবং হাবড়া থানার আইসি। তাঁরা দুজনেই কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন : খান পরিবারে বিদেশিনী বৌমা! এই সুন্দরীর সঙ্গেই প্রেম করছেন আরিয়ান?

এদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। যদিও কলেজের তরফে জানা গিয়েছে, পাঁচিল তৈরির আর্জি নিয়ে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে জানানো হয়েছে। এমনকি সম্প্রতি শিক্ষামন্ত্রীর কাছেও চিঠি দেওয়া হয়েছে বলে খবর কলেজ সূত্রে।