বাংলা হান্ট ডেস্ক: রান্নাঘরে গেলেই এই জিনিসটির আপনি দেখা পাবেন। পাশাপাশি রান্নার সাত বাড়াতেও এর তুলনা হয়না। রান্নার পাশাপাশি এটা কে আপনি চুলের যাবতীয় (Hair Care) সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন। যে জিনিসটি নিয়ে কথা হচ্ছে সেটি হল তেজ পাতা।
যা চুল পড়া থেকে শুরু করে চুলের নানান রকমের সমস্যা দূর করতে সাহায্য করে। এবার আসন্ন শীতে আপনার চুলের সমস্যা (Hair Care) দূর করতে এখন থেকেই ব্যবহার করুন তেজপাতা। কিভাবে ব্যবহার করবেন তা আজকে প্রতিবেদনে জানানো হল।
শীতের আগে তেজপাতায় মিলবে চুলের সুরক্ষা, জানুন ঘরোয়া টোটকা (Hair Care)
মাত্র ১৫ দিন তেজপাতা ব্যবহার করলে চুল ওঠা বন্ধ হয়ে যাবে। এর জন্য ১০ খানা তেজপাতা এক লিটার জলে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর মিনিট পাঁচেক ফোটানোর পর জল থেকে ঠান্ডা করে ছেঁকে নেবেন। তারপর তেজপাতার ওই জলটি দিয়ে চুল ও স্ক্যাল্পে ধুয়ে নিতে পারেন। এরপর তেজপাতা ফোটানো জল প্রতিদিন ব্যবহার করতে পারেন (Hair Care)।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে অতি ভারী বর্ষণ বঙ্গে! একাধিক জেলায় জারি লাল সতর্কতা
অথবা চার-পাঁচটা তেজপাতা মিক্সারে গুঁড়ো করে নিন। এরপর নারকেল তেলের সঙ্গে সেগুলোকে মিশিয়ে ভালোভাবে স্ক্যাল্পে মালিশ করুন। এরপর ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। এর ফলে আপনি খুশকি সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
দু’কাপ জলে চার-পাঁচটা তেজপাতা ফুটে নিয়ে সেই জলটি ছেঁকে নিন। এরপর শ্যাম্পু করার পর সেই জলটি চুলে ঢেলে হালকা হাতে মালিশ করুন। এটি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন (Hair Care)।













