চুলের জন্য দারুচিনি, ব্যবহার করুন সঠিকভাবে এবং দেখুন চমকপ্রদ ফল

Published on:

Published on:

Hair Care cinnamon for hair use it correctly and see amazing results

বাংলা হান্ট ডেস্ক: পুজোর সময় মন ভরে সাজগোজ করেছেন। একদিকে যেমন মেকআপ করেছেন অপরদিকে চুল নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট করেছেন। যার ফলে পুজো শেষে চুলের বারোটা বেজে গিয়েছে। এবার পুজোর ৫ দিন চুলের বাহারি স্টাইল করার পর, চুলকে আবার আগের জায়গা নিয়ে আসার জন্য কি করবেন ভেবে পাচ্ছেন না। তবে চিন্তার আর কোনো কারণ নেই। দামি কোন প্রোডাক্ট ব্যবহার না করেও ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে ড্যামেজ হেয়ার কে আপনি আবার সুস্থভাবে পেতে পারেন (Hair Care)।

সুস্থ ও ঝলমলে চুলের জন্য দারুচিনি, ফল হবে চমকপ্রদ (Hair Care)

এখন চুলে (Hair) চিরুনি দিতে ভয় পাচ্ছেন আপনি। কারণ চিরুনি দেওয়ার সাথে সাথেই উঠছে মুঠো মুঠো চুল। এর পাশাপাশি চুল নিজস্ব জেল্লাও হারিয়েছে। এবার পার্লারে গিয়ে চুলের যত্ন নিতে গেলে সময়ের পাশাপাশি মোটা টাকা খরচ করতে হবে। কিন্তু সময় অথবা মোটা টাকা দুটোই বাঁচাতে গেলে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ। যা দিয়ে আপনি ঝলমলে চুল পাবেন। পাশাপাশি চুল পড়ার হাত থেকে রক্ষে পাবেন (Hair Care)।

Hair Care cinnamon for hair use it correctly and see amazing results

আরও পড়ুন: ট্রেনে ভ্রমণের সময় টয়লেট নোংরা? চিন্তা নেই, রেলের হেল্পলাইনে জানালেই সাফ হবে মুহূর্তে

ফ্ল্যাক্স সিডস ও দারুচিনি: দারুচিনি যে শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় তা নয়। এতে চুলের জন্য ভীষণ উপকারী। এর জন্য দু’চামচ তিসির বিজ জলে ভিজিয়ে রাখুন। এবং এই পদার্থটি সারারাত ভিজিয়ে রাখলে জেলের মতন পদার্থের তৈরি হবে। এরপর তার মধ্যে দু টেবিল চামচ কাঠ বাদামের তেল ও ২ টেবিল চামচ দারচিনি পাউডার মিশিয়ে মাথায় মাখুন। এরপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

রোজমেরি তেল ও দারুচিনি: সমপরিমাণ রোজমেরি তেল ও দারুচিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মাখুন। পাশাপাশি চুল ভালোভাবে মাসাজ করে রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মেথি ও দারুচিনি: চুলের জন্য মেথি ও দারচিনি দুটি ভীষণ উপকারী। দু’চামচ মেথির দানের সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে তাতে নারকেল তেল দিয়ে মাথায় ভালোভাবে মালিশ করুন। এরপর ১৫ মিনিট রেখে মাথাটি ভালোভাবে ধুয়ে নিন (Hair Care)।