চিলি অয়েল ট্রেন্ডে মাতোয়ারা সবাই! কিন্তু এতে কি সত্যিই চুল গজায়? জানুন বিশেষজ্ঞদের মত

Published on:

Published on:

Hair Care does chili oil really grow hair find out from an expert

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে নানা ধরনের কেমিক্যাল প্রডাক্ট ব্যবহার করার ফলে চুলের বারোটা বেজে গেছে সকলের। এবার চুলের পরিচর্যা করার জন্য আপনি হয়তো নানান ধরনের প্রডাক্ট ব্যবহার করছেন। অথবা বর্তমানের ট্রেন্ড তেলের সঙ্গে চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে মাখলে নাকি চুল পরা আটকানো যায় (Hair Care)। তবে এই এটি কতটা নিরাপদ সে বিষয়ে বিশেষজ্ঞ টা কি বলছেন এক নজরে দেখে নিন

চিলি অয়েল কি সত্যিই চুল গজায়? জানুন বিশেষজ্ঞ মত (Hair Care)

বর্তমান দিনে সমাজমাধ্যমের পাতায় বিউটি ভ্লগারের শেখানো টোটকা মাখলে হিতে বিপরীত হতে পারে বলে জানিয়েছেন রূপচর্চা বিশেষজ্ঞ কেয়া শেঠ। তাঁর কথায়, চিলি অয়েল মাখলে যে নতুন করে চুল গজাবে এমন কোনও প্রমাণ তো বিজ্ঞান এখনও দিতে পারেনি (Hair Care)।

Hair Care does chili oil really grow hair find out from an expert

আরও পড়ুন: পুজোর মেনুতে ভারী খাবার? গ্যাস-অম্বল এড়াতে এখনই জেনে নিন ৫টি ঘরোয়া উপায়

তিনি আরও জানান উল্টে যাঁদের স্ক্যাল্প স্পর্শকাতর, তাঁদের অস্বস্তি আরও বেড়ে যাবে। এছাড়াও এই বিষয়ে পুষ্টিবিদরা যদিও বলছেন, লঙ্কার বহুবিধ পুষ্টিগুণ রয়েছে। ভিটামিন এবং খনিজে ভরপুর এই সব্জিটি চুল ঝরা প্রতিরোধ করলেও করতে পারে।

তবে লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন, এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলতেও সাহায্য করতে পারে লঙ্কা। এমনকি আগেকার দিনে, ঠাকুরমা-দিদিমারা নারকেল তেলের মধ্যে ২-৩টি গোলমরিচ মিশিয়ে মাখতে বলতেন। তাতে নাকি চুলের ঘনত্ব বৃদ্ধি পেত। বন্ধ হতো চুল ঝরা।

তবে  এই তেল মাথায় মাখলে মাথা জ্বলে-পুড়ে একেবারে শেষ হয়ে যাবে। তাই এই বিষয়ে চিকিৎসকরা এই তেল মাখতে না বলছেন। কারণ তাদের মতে, সমস্যা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে চিকিৎসা করানো প্রয়োজন। এ ছাড়া দরকার চুল এবং স্ক্যাল্পের যত্ন নেওয়া (Hair Care)।