বাংলা হান্ট ডেস্ক: এই বর্ষায় অঝোরে চুল ঝরছে অনেকের। চিকিৎসক বা বিশেষজ্ঞদের মতে, দিনে ৫০-১০০ টা চুল পড়া স্বাভাবিক। তবে এর থেকে বেশি পড়লেই চিন্তার কারণ রয়েছে। তখন হেয়ার ফল কমাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ দিকে চুল ঝরে মাথায় টাক পড়ে গিয়েছে ইতিমধ্যেই। অনেকে হেয়ার গ্রোথ নিয়েও অনেকে চিন্তায়। তাই অনেকে টাকে নতুন চুল গজাতে নানা টোটকা ট্রাই করে বেড়াচ্ছেন (Hair Care)। এ বার ঘরোয়া উপকরণ দিয়ে বানানো একটা তেল (Oil) ব্যবহার করে দেখতে পারেন। তাতেই হেয়ার ফল (Hair Fall) কমবে অল্প দিনে। পাশাপাশি টাকে নতুন চুলও গজাবে।
সর্ষের তেলের সঙ্গে এটা মিশিয়ে মাখলেই গজাবে চুল (Hair Care)
চুলের নানান রকমের প্রোডাক্ট (Hair Product) মেখে অবস্থা খারাপ। ধীরে ধীরে চুল পড়ে দেখা যাচ্ছে টাক। এর জন্য আপনি বহু তেল, ওষুধ ও নানান রকম ট্রিটমেন্ট করিয়েছেন। তবুও তাতে সেরকম কাজ হচ্ছে না। ফলত আপনার চিন্তা দিনকে দিন বেড়েই চলেছে। পাশাপাশি আপনার মনে একগাদ প্রশ্নেরও উদয় হচ্ছে। কিন্তু আপনি জানেন কি, হাজার হাজার টাকা খরচ করে আপনি যে ফলটি পাননি নতুন চুল গজানোর ক্ষেত্রে। সেটি বাড়ির একটি উপকরণ দিয়ে সহজে পেতে পারেন ঘন কালো চুল। বাড়ির ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে রাতারাতি চুল গজাবে। কিভাবে এটি সম্ভব? চলুন জেনে নিই বিস্তারিতভাবে।
প্রথমে একটি বাটিতে চার চামচ সরষের তেল (Mustard Oil) নিন। এতে অল্প পরিমাণ মেথি দিয়ে ফুটিয়ে নিন। এরপর তেলটি ঠান্ডা হয়ে গেলে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে মাথার ভালো করে মেখে নিন। অথবা, একটি বাটিতে চার চামচ সরষের তেল নিয়ে তাতে কয়েকটা কারি পাতা ফোড়ন দিন। তারপর ওই তেলটি ঠান্ডা হয়ে গেলে মাথায় মাখুন।
আরও পড়ুন: তপসে বা ভেটকি নয়! সন্ধ্যার স্নাকসে বানান কাতলা মাছের ফিস ফ্রাই, রইল সহজ রেসিপি
এছাড়াও সরষের তেলের মধ্যে জবা ফুল দিয়ে গরম করে নিন। তেলটি ঠান্ডা হয়ে গেলে মাথায় মাখুন। এরপর সকালবেলা স্নান করার সময় ভালোভাবে শ্যাম্পু করে নেবেন। যাতে চুলের গোড়ায় তেল না লেগে থাকে। এটি আপনি সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে কিছুদিন পর থেকেই চুল পড়া কমা দেখতে পাবেন। তবে কারো যদি অতিরিক্ত পরিমাণে চুল পড়ে। তাহলে অতিসত্বর চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)