শুধু খাবারের স্বাদবৃদ্ধি নয়, চুলও ভালো রাখে রান্নার এই বিশেষ উপকরণটি! জানুন টোটকা

Published on:

Published on:

Hair Care Kalonji is better for hair growth and Health

বাংলা হান্ট ডেস্ক: চুল নিয়ে নানান সমস্যা লেগে রয়েছে সারা বছর ধরে। এর জন্য হাজার হাজার টাকা ও খরচ করা হয়। তবে মেলে না আসা না রূপ ফল। এই সমস্যায় হাপিয়ে উঠেছেন সকলে। কখনো ঘরোয়া টোটকা, আবার কখনো বাজারের কেমিক্যাল প্রোডাক্ট বা পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করা হয় (Hair Care)। এই দামি প্রোডাক্ট ব্যবহার করেও লাভের লাভ কিছুই হয় না। তবে বাড়ির হেঁশেল থাকা একটি উপকরণ দিয়ে আপনি মুক্তি পেতে পারেন চুলের সমস্যার থেকে।

চুল ভালো রাখতে ব্যবহার করুন কালো জিরে (Hair Care)

চুলের অকালপক্বতা, খুশকি বা চুলের ডাগা ফাটা ঠিক করতে কালোজিরের (Kalonji) অবদান অনস্বীকার্য। পাশাপাশি কালো জিরে চুলের স্বাস্থ্য কে ভালো রাখতে সাহায্য করে। এই বাজারে যে সব রাসায়নিক মেশানো জেল বা হেয়ার ডাই বিক্রি হয়, তার থেকে ঢের গুণে ভাল জিরে। চুলের বৃদ্ধি, পুষ্টি ও পাকা চুলের সমস্যায় জিরে ব্যবহার করা যেতেই পারে। এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই আবার হাতের কাছে সব সময়ে পাওয়াও যাবে। কিন্তু কিভাবে ব্যবহার করবেন এটিকে। জানুন বিস্তারিত।

১) এক কাপ নারকেল তেলে ২ থেকে ৩ চামচ কালোজিরা ভালো করে ফুটিয়ে নিন। এরপর তেলটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। তারপর একটি শিশিতে ভরে রাখুন। সপ্তাহে তিন দিন এই তেলটি মাথায় মেখে ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন।

Hair Care Kalonji is better for hair growth and Health

আরও পড়ুন: সরষে, ভাপা বা পাতুরি নয়, অল্প সময়ে রান্না করুন ইলিশের এই পদটি, জানুন রেসিপি

২) এখন কম বয়সে চুল পাকতে অনেকের দেখা যায়। এবার সেই পাকা চুলকে কাল করতে ব্যবহার করা হয় নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট। যার ফলে চুলের বারোটা বাজে। তবে তেলের সঙ্গে দুচামচ কালোজিরা (Kalonji) ও লেবুর রস মিশিয়ে মাথায় রাখলে সাদা চুল কালো হয়ে যায়।

৩) অন্যদিকে কালোজিরে দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। এর জন্য কালোজিরে এটাকে ধুয়ে ভালোভাবে গুঁড়ো করে নিন। এরপর দই, মধু, অলিভ অয়েল দিয়ে একটি মিশ্রণ বানান। তারপর সেটিকে চুলে ভালোভাবে মেখে নিয়ে ১৫ মিনিট পর অনায়াসে ধুয়ে ফেলতে পারে। এটি সপ্তাহে দুবার করে করলে চুলে উজ্জ্বলতা বাড়বে। পাশাপাশি চুল নরম হবে।