পার্লার নয়, বাড়িতেই কেরাটিন ট্রিটমেন্ট! তিসি দিয়ে পুজোর আগে চুলে আনুন উজ্জ্বল সৌন্দর্য

Published on:

Published on:

Hair Care keratin treatment in flaxseed get shine in your hair before Puja

বাংলা হান্ট ডেস্ক: হাতে মাত্র আর ১৬ দিন বাকি। ইতিমধ্যে সকলে দূর্গা পূজার কেনাকাটা শুরু করে দিয়েছে। পাশাপাশি সারা বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছে যাতে কেশ চর্চা (Hair Care) করা যায়। কারণ বাজারে এখন কেশ চর্চার জন্য নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট বেরিয়েছে। এমনকি চুলের জেল্লা ফেরাতে, রুক্ষ চুল রেশমের মতন করতে নানান ধরনের ট্রিটমেন্ট বেছে নিচ্ছেন তারকা থেকে সাধারণ মানুষ। তবে এই ধরনের ট্রিটমেন্ট গুলি একদিকে যেমন ব্যয়বহুল। অপরদিকে অতিরিক্ত কেমিক্যাল ও হিট দেওয়ার ফলে চুলের ১২ টা বেজে যায়। কিন্তু আপনারা জানেন কি ঘরোয়া উপায়ে পার্লারের মতন  চুলের জেল্লা এনে দিতে পারে তিসি (Flaxseeds)। কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন।

তিসিতে কেরাটিন ট্রিটমেন্ট, পুজোর আগে পান চুলে উজ্জ্বলতা (Hair Care)

সামনেই পুজো। পুজো উপলক্ষে ইতিমধ্যে পার্লারে পার্লারে ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষ ত্বকের সঙ্গে সঙ্গে চুলের পরিচর্যা করতে ভিড় জমাচ্ছে পার্লারে। কিন্তু পার্লারে ওই অতিরিক্ত কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট ব্যবহার করে সাময়িকভাবে আপনি উজ্জ্বল চুল পেলেও পরে চুলের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ঘরোয়া এমন একটি উপকরণ রয়েছে যা দিয়ে আপনি পার্লারের মতন উজ্জ্বল চুল পেতে পারেন (Hair Care)।

Hair Care keratin treatment in flaxseed get shine in your hair before Puja

আরও পড়ুন: UPI অ্যাপে আসছে বদল, GPay-PhonePe-Paytm এ কী কী নতুন ফিচার?

কীভাবে তৈরি করবেন তিসির প্যাক?

তিসির (Flaxseeds) মধ্যে প্রাকৃতিকভাবে তেল বা ফ্যাটি অ্যাসিড রয়েছে। তাই তাপ পেলে গলতে শুরু করে। এর ফলে জলের সঙ্গে মিশিয়ে নিলে একটি ঘন থকথকে পদার্থ তৈরি হয়। এরপর এটিকে ছেকে সরাসরি চুলের মধ্যে ব্যবহার করতে পারেন। এছাড়াও, তিসি ও চাল সমপরি মানে ফুটিয়ে ছেঁকে নিয়ে ব্যবহার করলে আপনি পার্লারের মতন কেরাটিন স্মুদ চুল পাবেন। এর পাশাপাশি যাদের চুল কোঁকড়া ও ভীষন রুক্ষ তারা তিসি এবং চালের মিশ্রণে অ্যালোভেরা জেল বা টাটকা শাঁস যুক্ত অ্যালোভেরা ব্লেন্ড করে মাখতে পারেন (Hair Care)।

কীভাবে মাখবেন?

প্রথমে চুলটি (Hair Care) শ্যাম্পু করে নিন। এরপর ভেজে চুলে সিঁথি ভাগ করে তিসির প্যাকটি মাখুন। মাথার ত্বক থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে এটিকে মাখন। তারপর ৩০ মিনিটের মতন রেখে দিন। এরপর উষ্ণ গরম জল দিয়ে আরো একবার শ্যাম্পু করে নিলে কাজ হয়ে যাবে। আপনি পুজোর আগে সপ্তাহে একবার করে এই প্যাকটি মাখলে চুল একেবারে ঝলমলে উঠবে। রেশমের মতন নরম হয়ে যাবে আপনার চুল কোন পার্লারে না গিয়েও।