চুলে খুশকি জমছে? বিশেষজ্ঞরা বলছেন এইভাবে তেল মাখলেই মিলবে ফল

Published on:

Published on:

Hair Care no expensive shampoo just daily oil is enough to get rid of dandruff

বাংলা হান্ট ডেস্ক: শীত হোক বা বর্ষাকাল প্রতিটি ঋতুতেই অনেকেই এই খুশকির সমস্যার ভোগেন। এছাড়া বাজারে চলতি হাজার রকমের প্রোডাক্ট ব্যবহার করে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় না। বড় উল্টে চুল ঝরতে থাকে। আজকের প্রতিবেদনে জানানো হবে কিভাবে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন (Hair Care)।

ব্যয়বহুল শ্যাম্পু নয়, খুশকি তাড়াতে রোজকার তেলই যথেষ্ট (Hair Care)

একটু পাত্রের মধ্যে নারকেল তেল নেই। এরপর তার মধ্যে দিন কয়েকটি কারি পাতা। এরপর তেলটি ভালোভাবে ফুটিয়ে নেবেন। তারপর মিশ্রণটি ভালোভাবে ছেঁকে চুলের গোড়ায় ভালো করে মালিশ করুন। আধ ঘন্টা এভাবে রেখে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। দেখবেন চুল তাড়াতাড়ি বাড়বে পাশাপাশি খুশকি সমস্যা ও কমে যাবে (Hair Care)।

 Hair Care no expensive shampoo just daily oil is enough to get rid of dandruff

আরও পড়ুন: ৬০ পেরোলেই মিলবে বাড়তি টকটাইম ও ডেটা, BSNL-এর বিশেষ উপহার

এছাড়াও কয়েকটি কারি পাতা বেটে একটু মিশ্রণ তৈরি করে টক দই সঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। তারপর কুড়ি থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে চুলের ঘনত্ব বাড়বে।

নারকেল তেলের মধ্যে লেবুর রস মিশিয়ে মাথায় ভালোভাবে ম্যাসাজ করতে পারেন। এতে চুলের খুশকি দূর হবে পাশাপাশি মাথার ত্বক ভালো থাকবে।

এছাড়া আপনি ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনেগার। জলের মধ্যে এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার করে চুল ধুয়ে নিন। এতে আপনার চুলের রুক্ষতা কেটে যাবে পাশাপাশি খুশকি সমস্যা থেকে মুক্তি পাবেন (Hair Care)।