বাংলা হান্ট ডেস্ক: শীতকাল আজকে না আসতে না আসতেই খুশকির উপদ্রব বেড়ে যায়। যার ফলে আপনি নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেন (Hair Care)। আবার অনেক সময় এই শীতকালে খুশকির ভয়ে থাকেন অনেকে। কিন্তু শীতের মরশুমে এই সমস্যা খানিকটা বেড়ে যায়। এবার শীত পড়ার আগে এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ। যা দিয়ে আপনি খুশকির থেকে মুক্তি পেতে পারেন।
শীত এলেই খুশকি বাড়ছে? আগে ব্যবস্থা নিন (Hair Care)
খুশকি মূলত হয় নানান কারণে। প্রথমত ঘামে ভেজা মাথা ঠিক মত পরিষ্কার না করলে তাতে ধুলো-ময়লা জমে খুশকি হতে পারে। এর ফলে আপনি যতই নামিদামি শ্যাম্পু ব্যবহার করুন না কেন কোন উপকার পাবেন না তাতে। খুশকির সমস্যা দূর করতে হলে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করার ছাড়াও ঘরোয়া কিছু উপকরণে এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। জানুন কিভাবে খুশকি দূর করবে ঘরোয়া উপায় (Hair Care)।
আরও পড়ুন: দমদম মেট্রো স্টেশনে সিগন্যাল সমস্যা, বন্ধ দক্ষিণেশ্বর–গিরিশ পার্কের ট্রেন পরিষেবা
টকদই: খুশকির সমস্যা দূর করতে চাইলে চুলের (Hair) ব্যবহার করতে পারেন টক দই। কারণ টক দই মাথার ত্বকের ও চুলের গোড়ায় মরে থাকা চামড়াগুলিকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে। পাশাপাশি টক দই মাথার ও চুলের গোড়ায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর চুলটি ধুয়ে নিন। কিছুদিন এটি ব্যবহার করলে ফল হাতেনাতে পাবেন (Hair Care)।
লেবুর খোসা: খুশকির সমস্যা দূর করতে হলে ব্যবহার করতে পারেন লেবুর খোসা। এটি ব্যবহার করার জন্য প্রথমে চার থেকে পাঁচ কাপ জলে চার-পাঁচটি লেবুর খোসা ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর সেই জলটি ঠান্ডা করে মাথার ত্বকে ভালো করে লাগান। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে ধুয়ে নিন।
ভিনিগার: আপনি চাইলে শ্যাম্পু করার পর এক চামচ ভিনেগার জলে ভালো করে মিশিয়ে সেই জল দিয়ে আপনি চুল ধুয়ে নিতে পারেন। এতে খুশকি অনেকটা দূর হবে। তবে এক চামচের বেশি ভিনেগার দেবেন না। এতে কিন্তু চুলের ক্ষতি হতে পারে (Hair Care)।