বাংলা হান্ট ডেস্ক: চুলের যত্নের (Hair Care) জন্য নারকেল তেলের ভূমিকা অনস্বীকার্য। আর তেমনি এই চুল পড়া অথবা স্ক্যাল্পের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু শুধুমাত্র নারকেল সমস্যার সমাধান করতে পারে না। এই ধরনের সমস্যা দেখা দিলে অনেক সময় ঘরোয়া টোটকা হিসেবে নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাখা হয়। তবে এই বিষয়ে কেশ চর্চা বিশেষজ্ঞরা বলছেন কুমড়োর বীজের তেল মাখলে পরে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
চুল পড়া কমাতে ও ঘন চুল পেতে কুমড়ো বীজের তেলেই জাদু (Hair Care)
কুমড়োর বিজের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে কুমড়োর বীজের তেলের শুধুমাত্র যে স্ক্যাল্পের নিজস্ব অয়েল ব্যালেন্স রাখতে সাহায্য করে তা নয়। এই বীজের তেল যথেষ্ট মাথার ত্বকের পরিচর্যা করতে সাহায্য করে (Hair Care)।

আরও পড়ুন: চিনি না খেলেও বাড়ছে সুগার! কারণ লুকিয়ে এই খাবারগুলিতে
পাশাপাশি চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটি ছোট পাত্রে কুমড়োর বীজ নিয়ে নিন। এরপর সেটি ডবল বয়েলিং পদ্ধতিতে তেলের মধ্যে গরম করে নিন। এরপর সেটি আলতো হাতে মাথায় ভালোভাবে মাসাজ করুন।
এটি ভালোভাবে মাসাজ করলে রক্ত চলাচল ভালো হয়। পাশাপাশি হেয়ার ফলিকল মজবুত করতে সাহায্য করে। ও কুমড়ার বীজের তেল চুলের জন্য এমনিতেই উপকারী।
এবং হাতে সময় থাকলে এর মধ্যে অ্যালোভেরা জেল, নারকেল তেল ও কুমড়োর বীজের তেল একসঙ্গে মিশিয়ে একটি হেয়ার মাস্ক বানিয়ে ফেলতে পারেন। তারপর সেটি মাথায় কুড়ি মিনিটের মতো রেখে শ্যাম্পু করে নিন। এতে দেখবেন আপনার চুল সিল্কি হয়ে গিয়েছে (Hair Care)।













