চুলের গোড়ায় প্রাণ ফেরাবে রোজমেরি তেল, জানুন কতবার ও কীভাবে লাগাবেন

Published on:

Published on:

Hair Care rosemary oil is a magic hair treatment learn how to use it

বাংলা হান্ট ডেস্ক: অতিরিক্ত কি চুল ঝরছে আপনার। যার ফলে যথারীতি দিশেহারা হয়ে উঠেছেন আপনি। হয়তো ভাবছেন চিকিৎসকের পরামর্শ নেবেন। আবার ভাবছেন ঘরোয়া কোনো টোটকা কাজে লাগিয়ে যদি এই মোকাবিলার শামিল দেওয়া যায়। তাহলে আপনার ভাবনা কিন্তু ভুল নয়। আজকাল প্রত্যেকের বাড়ির সদস্যই এই চুল পড়ার সমস্যা নিয়ে ভুক্তভোগী। আর নানান গবেষণায় প্রমাণিত হয়েছে চুলের যত্ন (Hair Care) নিতে ম্যাজিকের মতন কাজ করে রোজমেরি তেল। কিভাবে ইউটিউবে ব্যবহার করবেন সেটি আজকে প্রতিবেদনে জানানো হল।

রোজমেরি তেলে চুলের জাদু! ঘন, মজবুত চুল পেতে জানুন ব্যবহারবিধি (Hair Care)

রোজমিরির তেল যেহেতু একটি এসেনশিয়াল ওয়েল। তাই এটাকে সরাসরি চুলের ব্যবহার করা উচিত নয়। একটি একটি সাধারণ তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত। এর জন্য প্রথমে আপনাকে এক চামচ নারকেল তেল, জোজোবা তেল বা অলিভ অয়েল এর মতন কোন তেলের সঙ্গে রোজমেরি তেল ৫-৬ ফোটা ভালো করে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন (Hair Care)।

 Hair Care rosemary oil is a magic hair treatment learn how to use it

আরও পড়ুন: তেল-মশলার ঝক্কি নয়, কলাপাতায় মুড়িয়ে বানান চুনো মাছের পাতুরি, রেসিপি রইল

এই মিশ্রণটি সরাসরি মাথায় ব্যবহার করুন। তারপর হালকা হাতে ১০ থেকে ১৫ মিনিট বৃত্তাকারে ম্যাসাজ করুন। এরপর এক ঘন্টা সেইভাবে চুলটিকে বেঁধে রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।

অথবা চাইলে পরে আপনি রোজমেরি তেল শ্যাম্পুর সঙ্গে মিশেও মাথায় মাখতে পারেন। এর জন্য প্রতিদিন ব্যবহার করে শ্যাম্পু বা কন্ডিশনার এর বোতলে রোজ মেড়ি তেল মেশাবেন না। যখন শ্যাম্পু করবেন তখন তার মধ্যে দু তিন ফোটা রোজমেরী তেলটি মিশিয়ে ভালোভাবে স্ক্যাল্পে লাগান। এরপর শ্যাম্পু করার সময় আলতো হাতে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলে অতিরিক্ত চিটচিটে ভাব থাকবে না।

 এই তেলটি  কিভাবে মাখবেন?

চুল পড়ার সমস্যা যদি বেশি হয় তাহলে প্রতিদিন শ্যামপুর সঙ্গে দু ফোঁটা করে মিশিয়ে ব্যবহার করতে পারেন। নিয়মিত চুলের যত্নের জন্য যারা সপ্তাহে দুই থেকে তিনবার চুলে তেল দেয় সেই তেলের মধ্যে মিশিয়ে স্ক্যাল্পে ব্যবহার করুন। তবে মনে রাখবেন চুল বৃদ্ধি যে কোন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে হতে গেলে চার থেকে ছয় মাস সময় লাগে। অতএব সেই সময়টুকু দেবেন। তবে আপনি যদি রোজমেরি তেল ব্যবহার করার পর স্ক্যাল্পে জ্বালা বা  অ্যালার্জি  অনুভব করেন তাহলে সেটি ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। এছাড়া গর্ভাবস্থায় বা অন্য কোন গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকলে পরে ব্যবহার করার আগে অবশ্যই পরামর্শ নেবেন বিশেষজ্ঞদের (Hair Care)।