বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকাল চলছে। পাশাপাশি এই আবহে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারনে অনেকেরই স্ক্যাল্পের ঘাম জমে ইনফেকশন হয়। এছাড়াও বাইরের ধুলো ময়লা আটকে গিয়ে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি অল্প বৃষ্টিতে চুল ভিজে গেলে নষ্ট হয় চুলের জৌলুস। তবে নিয়মিত কিছু নিয়ম মানলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব হয় (Hair Care Tips)। কিভাবে বর্ষাকালে চুলের যত্ন নেবেন, রইল টিপস।
বর্ষায় চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে সমস্যা থেকে রেহাই মিলবে এই উপায়ে (Hair Care Tips)
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া (Monsoon weather), স্ক্যাল্পের তৈলাক্ত ভাব চুলের সমস্যা বাড়ায়। এই সমস্যা বর্ষার দিনে আরও বেশি দেখা যায়। বর্ষার সময় আদ্রতা ভরপুর হওয়ায় এই ঋতুতে ৯০% মানুষ চুল ঝরে যাওয়ার সমস্যার ভোগেন। এর ফলে নানান ধরনের কেমিকাল প্রোডাক্টও ব্যবহার করেন তারা। তবে তাতে মেলেনা আসলে রূপ ফল। আপনারা জানলে অবাক হবেন ঘরোয়া কিছু টোটকায় বর্ষায় চুল পড়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন (Hair Care Tips)।
আরও পড়ুন: বর্ষায় চালে পোকার উপদ্রব! গায়েব হবে এই ঘরোয়া টোটকা গুলো মানলেই…
১) চুলের সমস্যা (Hair Problem) দূর করতে হলে মাথার ত্বক পরিষ্কার রাখা একান্তই প্রয়োজন। মাথার ত্বকে ঘাম জমে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই সপ্তাহের অন্তত ২-৩ দিন চুলের শ্যাম্পু করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব।
২) ভিজে চুল তোয়ালে দিয়ে ঘষে মুছবেন না। পাশাপাশি ভিজে চুল কখনো টেনে বাধতে নেই। এতে চুলের গোড়া আলগা হয়ে যায়।
৩) অনেকেই এই বর্ষাকালে ভিজতে ভালোবাসেন। তবে বৃষ্টির জলে স্নান করার আনন্দ যেমন একদিকে অপরদিকে জল চুলের বারোটা বাজায়।
৪) বর্ষাকালে হেয়ার মাস্ক ব্যবহার করতে কখনোই ভুলবেন না। কারণ, শুষ্কতা চুলের ক্ষতি করে। হেয়ার মাস্ক ব্যবহার করলে শুষ্ক চুল পুনরুজ্জীবিত হয়ে ওঠে পাশাপাশি চুলের তারুণ্য ফিরে আসে।
৫) বর্ষাকালে (Monsoon) চুল এমনিতেই দুর্বল থাকে। তাই প্রতিদিন হেয়ার ড্রায়ার অথবা স্ট্রেটনার ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। তাই এই সময় যতটা সম্ভব এই সকল জিনিসগুলো থেকে দূরে থাকুন।