চুল ঝরার হাত থেকে রক্ষা! অ্যালোভেরা-আমলকি প্যাকেই মিলবে সমাধান, জানুন কীভাবে?

Published on:

Published on:

Hair Care use aloe vera-amalaki regularly to strengthen hair

বাংলা হান্ট ডেস্ক: অ্যালোভেরা ও আমলকি শুধুমাত্র যে শরীরের জন্য উপকারী তা কিন্তু নয়। এটি চুলের জন্য উপকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আয়ুর্বেদে বলেছে অ্যালোভেরা ও আমলকি এই দুটি উপাদান চুলের জন্য ভীষণ উপকারী (Hair Care)। এই দুটো জিনিস চুল ঝরা, খুশকি অথবা হেয়ার ক্রিমিনের মতন সমস্যা নিরাময় করতে সাহায্য করে। কিন্তু এবার প্রশ্ন আসতেই পারে। এই দুটোকে একসঙ্গে আপনি ব্যবহার করবেন কিভাবে। সেটি আজকের প্রতিবেদনে বলা হল।

চুল মজবুত করতে অ্যালোভেরা-আমলকি ব্যবহার করুন নিয়মিত (Hair Care)

অ্যালোভেরা মাথার ত্বক, চুল আদ্র রাখতে সাহায্য করে। পাশাপাশি এতেই চুলকে রুক্ষ হতে দেয় না। কারণ এলোভেরার মধ্যে রয়েছে প্রাকৃতিক কন্ডিশনার এর মতন উপাদান। এছাড়াও মাথার ত্বকে অস্বস্তি কম হলে চুল ঝরার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই অ্যালোভেরা চুলের জন্য ভীষণ উপকারী (Hair Care)।

Hair Care use aloe vera-amalaki regularly to strengthen hair

আরও পড়ুন: মিনিটে তৈরি হেলদি পদ! ডিম আর টক দইয়ে নেপালি ‘এগ চুকাউনি’,রইল রেসিপি

অ্যালোভেরার পাশাপাশি ভিটামিন সি রয়েছে আমলকিতে। যেটি কোলাজেন উৎপাদনের হার বৃদ্ধি করে। এর ফলে হেয়ার ফলিকল মজবুত হয়। এটি নতুন চুল গজাতেও সাহায্য করে। এবং অকালপক্কতা রোধ করতে পারে আমলকি। নিয়মিত চুলে আমলকির রস মাখলে চুল (Hair) স্বাভাবিক রং ধরে রাখতে পারে।

কী কী লাগবে হেয়ার মাস্ক বানাতে?

আমলকি বাটা: ২ টেবিল চামচ

অ্যালোভেরা জেল: ২ টেবিল চামচ

নারকেল তেল: ২ টেবিল চামচ

কিভাবে তৈরি করবেন?

প্রথমে একটি ব্লেন্ডারে আমলকি ও অ্যালোভেরা ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর সেটির মধ্যে নারকেল তেল মেশান। এরপর সেটি মাথায় ভালোভাবে মেখে নিন। ৩০ মিনিট মাথায় রেখে দেওয়ার পর হালকা গরম জলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি ব্যবহার সপ্তায় দুদিন করে করুন। কিছুদিনের মধ্যেই চুল পড়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে (Hair Care)।