করোনার কারণে মেলেনি ছুটি, অগত্যা থানাতেই গায়ে হলুদ হল মহিলা কনস্টেবলের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনাকালে গোটা দেশ থেকে এমন এমন খবর সামনে আসছে যা হৃদয়বিদারক। কিন্তু এর মধ্যে রাজস্থানের ডুঙ্গরপুর থেকে এমন এক মামলা সামনে এসেছে, যা মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। ডুঙ্গরপুরের এক মহিলা কনস্টেবলের গায়ে হলুদের পালা পুলিশ স্টেশনেই হল।

এটা শুনে অবাক লাগতে পারে, কিন্তু করোনা কালে সবই সম্ভব। প্রসঙ্গত, ওই মহিলা কনস্টেবল ডুঙ্গরপুর থানায় ডিউটিতে মোতায়েন আছেন, আর করোনার বর্ধিত মামলার কারণে তিনি ছুটি পাননি। আর এই কারণেই পুলিশ কনস্টেবল থানাতেই নিজের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছে। বলে রাখি, করোনার বর্ধিত প্রকোপের কারণে ডাক্তার, পুলিশকর্মী আর ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সম্পর্কিত খবর

X