বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত ফুঁসছে নেপাল। নেপালের পরিস্থিতির খারাপ হবার ফলে এবার তার আঁচ পড়ল ভারত নেপাল সীমান্তে। নেপালের অশান্তির প্রভাবে হলদিয়া (Haldia) বন্দরে আটকে পড়েছে ভোজ্য তেলের কাঁচামাল ও শোধিত পাম ওয়েল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করার ট্রাক। বন্দর থেকে লোডিং এর পর মাঝপথে প্রায় আটকে রয়েছে ৩০ হাজার টন তেল পরিবহন। এরফলে চিন্তায় পড়েছে হলদিয়া শহর রাজ্যের ট্রাক ও ট্রাঙ্কার পরিবহন ব্যবসায়ীরা।
নেপালে অশান্তির জেরে, হলদিয়া সীমান্তে আটকে পড়ল ৩০ হাজার টন ভোজ্যতেল (Haldia)
জেন জি আন্দোলনে জ্বলছে প্রতিবেশী দেশ নেপাল। আর তার আজ পড়েছে ভারত নেপাল সীমান্তের ছবিতে। নেপালের আন্দোলনের ফলে বাণিজ্য থমকে গেল হলদিয়া (Haldia) বন্দরে। সেখানে প্রায় আটকিয়ে রয়েছে কয়েকশ ট্রাক।
এর ফলে হলদিয়া বন্দরে ট্রাঙ্কারে ক্রুড পাম্প অয়েল লোডশেডিং বন্ধ। যার কারণে চিন্তায় পড়েছে হলদিয়া শহর রাজ্যের ট্রাক ও ট্রাঙ্কার পরিবহন ব্যবসায়ীরা। এখন নেপালের এই পট পরিবর্তন ও অশান্তি কবে মিটবে সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা। তবে বিষয়টির আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কজনিত হওয়ার কারণে বন্দর কর্তৃপক্ষ এই বিষয়ের মুখ খুলতে চাইনি। পট পরিবর্তনের ফলে নেপাল সরকার ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্পর্কে কি ধরনের মনোভাব গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে।
আরও পড়ুন: সুপারফুড হলেও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে মাখানা খাওয়া প্রয়োজন, বিশেষজ্ঞদের পরামর্শ
কারণ নেপাল থেকে পণ্য আমদানি ও রপ্তানির জন্য ভারতের বন্দরগুলি ব্যবহার করা হয়। তার মধ্যে গুরুত্বতম বন্দর হল হলদিয়া। কারণ হলদিয়া বন্দরের মাধ্যমে নেপালে বছরে ১২ লক্ষ্য টনের ওপর ক্রুড পামঅয়েল আমদানি করে।
কিন্তু বর্তমানে ট্রাকগুলি আটকে থাকায়, ক্রুট পামওয়েল পরিবহন এর সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী জানান, নেপালের অশান্তির জেরে গত পাঁচ দিন তেল পরিবহনের ওপর প্রভাব পড়েছে। ট্রাক ও ট্যাঙ্কার আটকিয়ে রয়েছে। হলদিয়া (Haldia) থেকে মাল বোঝাই করে বেরিয়ে মাঝপথের থমকে রয়েছে ওই ট্রাকগুলি কবে এই জট খুলবে তা বুঝে উঠতে পারছি না। তবে নেপাল ব্যবসায়ীদের সূত্রের খবর, সামনের সপ্তাহে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে।