বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব অসমতা রিপোর্ট 2022-র রিপোর্টে বড় ধাক্কা পেয়েছে ভারত (india)। দেখা যাচ্ছে, দারিদ্রের দিক থেকে থাকা দেশগুলর মধ্যে অন্যতম হল ভারত। একদিকে যেমন এদেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, তেমনই এক শ্রেণীর মানুষের বাড়ছে অর্থ।
২০২১ সালের রিপোর্ট অনুসারে ভারতের শীর্ষ শ্রেণীর আয়ের ১০ শতাংশের সমান হল গোটা দেশের ৫৭ শতাংশ আয়ের সমান। সেইসঙ্গে জানা গিয়েছে, ২০২০ সালে ভারতের বৈশ্বিক আয়ও খুবই নিম্ন পর্যায়ে পৌঁছেছে। আয়ের দিক থেকে ৫০ শতাংশের যোগদান কমে গিয়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশ।
রিপোর্ট অনুসারে, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার গড় আয় বার্ষিক ২ লাখ ৪ হাজার ২০০ টাকা। নিম্নস্তরের জনসংখ্যার ৫০ শতাংশের বার্ষিক আয় ৫৩,৬১০ টাকা। আর অন্যদিকে শীর্ষে থাকা ১০ শতাংশ মানুষের আয় নিম্নস্তরের মানুষের আয়ের থেকে প্রায় ২০ গুণ বেশি, অর্থাৎ ১১ লাখ ৬৬ হাজার ৫২০ টাকা।
‘ওয়ার্ল্ড ইনইক্যালিটি ল্যাব’-এর সহ-পরিচালক লুকাস চ্যান্সেল এই ‘ওয়ার্ল্ড ইনইক্যালিটি রিপোর্ট 2022’ শিরোনামের প্রতিবেদনটি লিখেছেন। এই রিপোর্টটি তৈরি করেছেন ফরাসি অর্থনীতিবিদ টমাস পিকেটি, ইমানুয়েল সায়েজ এবং গ্যাব্রিয়েল জাকম্যান সহ অনেক বিশেষজ্ঞ। আর এই রিপোর্টের ফলেই ভারতের এই করুণ দশার দিকটা উঠে এসেছে।