কিভাবে অর্ধ বেতন ছুটি পান পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা? জেনে নিন আসল নিয়ম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীরা নানা পুজো-পার্বন, অনুষ্ঠানে অনেক ছুটি পেয়ে থাকেন। ক্যাজুয়াল লিভ, অর্জিত ছুটি এসবের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ ছুটির মধ্যে অন্যতম একটি হল অর্ধ বেতন ছুটি (Half Pay Leave)। চলুন জেনে নেওয়া যাক এই ছুটি সম্পর্কে বিস্তারিত।

একজন সরকারি কর্মচারী (West Bengal Government Worker’s) ব্যক্তিগত প্রয়োজনে এবং চিকিৎসাজনিত প্রয়োজনে এই ছুটি নিতে পারেন।
১ বছর মেয়াদ পূরণ করার জন্য ২০ দিন অর্থ বেতন ছুটি মেলে।হিসেব মতো ২ বারে এই ছুটি দেওয়া হবে।

প্রত্যেক কর্মচারীর লিভ অ্যাকাউন্টে প্রতিবছর ১ জানুয়ারি ১০ দিন অগ্রিম অর্ধ বেতন ছুটি জমা করা হয়। এরপর ফের ১ জুলাই ১০ দিন অর্ধ বেতন ছুটি জমা হয়। ২ বারে মোট ২০ দিনের ছুটি জমা হয়। সরকারি কর্মচারীদের এই ছুটি জমানোর কোনো উর্ধ্বসীমা নেই।

আরও পড়ুন: ‘আমার বাড়িতে বসে ম্যাচ দেখেছে CBI, কোহলি ক্যাচ ধরতেই লাফিয়ে ওঠেন ওরা’, বিস্ফোরক মদন মিত্র

অর্ধ বেতন ছুটির জন্য কোনও সরকারি কর্মচারী তার বেতনের অর্ধেক পাবেন। যদি ধরে নেওয়া যায় কেউ ১০ তারিখ ছুটি নিচ্ছেন তাহলে যেদিন থেকে ছুটি নিচ্ছেন তার আগের দিন অর্থাৎ ৯ তারিখ তিনি যে বেসিক পে পেয়েছেন তার অর্ধেক এবং বাকি এই অর্ধেক পে এর ওপর মহার্ঘ ভাতা, সম্পূর্ণ চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা পাবেন।

nabanna

এক বছরের ২০ দিন হিসাবে একজন রাজ্য সরকারি কর্মচারী যত খুশি ছুটি জমা করতে পারেন। এই অর্ধ বেতন ছুটির সঙ্গে যেকোনো ছুটি নেওয়া যায়। তবে ব্যতিক্রম কেবল মাত্র ক্যাজুয়াল ছুটির ক্ষেত্রে। ক্যাজুয়াল ছুটি ব্যাতিত এর সাথে অন্য যেকোনো ছুটি নিতে পারেন একজন সরকারি কর্মচারী।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X