ঘূর্ণিঝড় হামুনের অর্থ কী? কোন দেশ দিল এই নাম? জেনে নিন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়ের। এই ঘূর্ণিঝড়ে নাম দেওয়া হয়েছে হামুন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রভাবিত হয়েছে বাংলার দুর্গোৎসব। প্রথমদিকে বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নবমীর দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। এমনকি বেশ কিছু জায়গায় কাল থেকে ঝোড়ো হাওয়াও বইছে। এই ঘূর্ণিঝড় জন্ম নিয়েছে বঙ্গোপসাগরে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার একাধিক জায়গায় একাদশীর দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ইরান। ফার্সি ভাষায় মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বড় জলাশয়কে হামুন বলা হয়ে থাকে। ইরান এই ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে ফার্সি ভাষায় হ্রদ বা জলাশয় থেকে।

আরোও পড়ুন : উৎসবের মরশুমে বড় চমক! হয়ে গেল DA বৃদ্ধির ঘোষণা, এই কর্মচারীদের খুলল ভাগ্য

আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণিঝড়টির অভিমুখ বাংলাদেশের খেপুপাড়ার দিকে। খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যবর্তী কোনও স্থান দিয়ে এই ঘূর্ণিঝড় বুধবার প্রবেশ করবে স্থলভাগে। স্থলভাগে প্রবেশের পর বেশ কিছুটা শক্তি ক্ষয় হবে ঘূর্ণিঝড় হামুনের। শক্তি ক্ষয় করে এটি পরিণত হবে গভীর নিম্নচাপে। 

31983 hagupit

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একাদশীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও উন্নতি হবে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার থেকে পরিষ্কার আকাশ দেখতে পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর