বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ মৃত্যু হলো মেট্রো যাত্রীর।অটোম্যাটিক দরজা যাত্রীর দেহের কোনো অংশ আটকে গেলে খুলে যাওয়ার কথা। কিন্তু শনিবার সেই সেন্সর কাজ করলো না। কামরার দরজায় আটকে যায় যাত্রীর হাত, কিন্তু দেহ স্টেশনে ই। মেট্রো না থেমে যাত্রীকে নিয়েই ছুটল পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে।মেট্রো সুড়ঙ্গে উদ্ধার করা হল যাত্রীর দেহ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে সন্ধ্যে ৭ টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোতে ।ওই যাত্রীর দেহটিকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান রেলের মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। ।নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? উঠছে।
দরজা বন্ধের সময় আটকে যায় তাঁর হাত। শরীরের বাকি অংশ তখনও বাইরে। কিন্তু এক যাত্রীর হাত আটকে যাওয়ার পরও খোলেনি মেট্রোর সেই অটোম্যাটিক দরজা।
ওই অবস্থাতেই ছুটে চলল মেট্রো রেল। কিছুদূর যাওয়ার পর চালক আপৎকালীন ব্রেক কষলেও ততখনে । লাইনের ওপরে পড়ে ওই যাত্রী র মৃতদেহ।