বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে হাঁসখালি ধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। জন্মদিনের অনুষ্ঠানে নাবালিকাকে ডেকে তাকে ধর্ষণ করার ঘটনা এবং পরবর্তীতে সেই কিশোরীর মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতারও করে। এরই মাঝে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা বক্তব্যের সমালোচনায় সরব হতেও দেখা যায় বিরোধী দল থেকে একাধিক বিশিষ্টজনেদের। এরমাঝেই, এদিন নির্যাতিতার বাবা ও মায়ের অসুস্থতার খবর সামনে এসেছে।
সূত্রের খবর, নদীয়ার হাঁসখালি ধর্ষণ মামলায় নির্যাতিতার বাবা ও মা এদিন অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁদের দুজনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সকালে তাঁদের স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার থেকেই নিহত নাবালিকার বাবার শরীরের ডিহাইড্রেশন দেখা দিয়েছে এবং তার মা-ও জ্বরে আক্রান্ত। মনে করা হচ্ছে, মেয়ের মৃত্যুর ফলে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তাদের শরীরের এই অবনতি দেখা দিয়েছে।
এরপর নির্যাতিতার বাবা ও মা দুজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে তাঁদেরকে সেখানে ভর্তি করা হয় বলেও জানা গেছে। তাঁদের এক প্রতিবেশীর কথায়, “ওদের দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। এখনই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।”
হাঁসখালি ধর্ষণকাণ্ডে গতকালই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে নির্যাতিতার বাবা যে যথেষ্ট সন্তুষ্ট, তা তাঁর বক্তব্যেই স্পষ্ট। তিনি বলেন, “সিবিআই তদন্তের নির্দেশে আমরা খুশি। আমার মেয়ের মৃত্যুতে যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করা হোক। আমরা অভিযুক্তদের ফাঁসি চাই।”
প্রসঙ্গত, মঙ্গলবার নদিয়ার হাঁসখালি ধর্ষণ মামলার তদন্তভার সিবিআই-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, আদালতের নজরদারিতেই এই মামলার তদন্ত হবে। ফলে শেষপর্যন্ত এই তদন্তের কোনো কিনারা হয় কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।