৫০ বছরের পুরনো মন্দির ভেঙে দিয়েছিল কেজরীবাল সরকার, রাতারাতি একই জায়গায় হল নতুন মন্দির

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর চাঁদনি চৌক এলাকায় দিল্লীর নগর নিগম হাইকোর্টের নির্দেশে ৫০ বছরের পুরনো হনুমান মন্দির ভেঙে ফেলেছিল। এবার সেই জায়গায় বজরঙ্গবলীর ভক্তরা রাতারাতি মন্দির বানিয়ে ফেলল। তবে এই মন্দির কে বানাল, আর কীভাবে একরাতেই বানিয়ে ফেলা হল, সেটা জানা যায়নি। আরেকদিকে, দিল্লীর নগর নিগম জানিয়েছে যে, এই মন্দির হনুমানজির ভক্তরা বানিয়েছে।

উল্লেখ্য, জানুয়ারি ২০২১ এর আগে চাঁদনি চৌকের সৌন্দর্যায়ন করা শুরু হয়েছে। আর সেই কারণে হনুমান মন্দিরটিকে ভেঙে ফেলা হয়েছিল। আর এই হনুমান মন্দির ভেঙে ফেলার কারণে দিল্লীর কেজরীবাল সরকারের অনেক সমালোচনা হয়েছিল। এই ইস্যুতে দিল্লী নগর নিগমের বরিষ্ঠ আধিকারিক বলেছিলেন যে, আদালতের আদেশানুসারে মন্দিরটিকে ভাঙা হয়েছিল। কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভক্তরা নিজেরা চাঁদা দিয়ে মন্দিরটিকে পুনরায় নির্মাণ করেছে। এছাড়াও নবনির্মিত এই মন্দিরে পুরনো হনুমান মূর্তিটিকেই স্থাপনা করা হয়েছে।

এই ঘটনা নিয়ে উত্তর দিল্লীর মেয়র জয় প্রকাশ ট্যুইট করে বলেছেন যে, এই মন্দিরটি রাম আর হনুমানের ভক্তরা মিলে বানিয়েছে। নতুন এই মন্দিরটিকে ইট-পাথরের বদলে স্টিল দিয়ে বানানো হয়েছে। আর মন্দিরে পুরনো ভগবানের মূর্তিটিকেই স্থাপনা করা হয়েছে। নতুন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ঢলও নামছে।

দিল্লী বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদন মনোজ তিওয়ারি রাতারাতি বানানো হনুমান মন্দির নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন। উনি বলেন, বিজেপি আগাগোড়াই এই মন্দিরটিকে পুনরায় স্থাপনা করার কথা বলে এসেছে। আম জনতা এই মন্দিরটি পুনরায় নির্মাণ করেছে। জনতা কেজরীবাল সরকারের মুখে সপাটে চড় মেরেছে। কেজরীবালকে এই মন্দিরের দর্শন করে প্রায়শ্চিত্ত করা উচিৎ।


Koushik Dutta

সম্পর্কিত খবর