যারা যাচ্ছে যাক, টলিউডে দলবদলের হিড়িক নিয়ে পরোক্ষে যশকেই ঠুকলেন নুসরত!

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বিজেপির (bjp) সাংবাদিক বৈঠকে পার্টিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)। অপরদিকে গত কয়েক মাস ধরেই তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহানের (nusrat jahan) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠেছে। এমতাবস্থায় গতকাল যখন যশ বিজেপিতে যোগদান করছিলেন তখন নিজের দলের হয়েই প্রচারে ব‍্যস্ত ছিলেন অভিনেত্রী।

এখনো যশের বিজেপিতে যোগদান নিয়ে সরাসরি কিছুই বলেননি নুসরত। তবে নির্বাচনের আগে হঠাৎ করেই টলিপাড়ায় রাজনীতিতে যোগদান ও দলবদলের হিড়িক নিয়ে পরোক্ষে মুখ খুলেছেন অভিনেত্রী সাংসদ। বসিরহাট কলেজের সভাপতি হিসাবে আজ শুক্রবার সেখানে যান নুসরত।

72319aa8 b0bd 47da 9ce1 96b1191f7c3b
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নুসরত বলেন, তিনি টলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি তৃণমূলেরও সাংসদ। অন‍্য কোনো পার্টির কথা তিনি বলতে পারেন না, শুধুমাত্র নিজের দলের কথাই বলতে পারেন। অভিনেত্রীর কথায়, “যারা যাচ্ছে যাক। আমরা নিজেদের কর্তব‍্য পালন করছি। যারা দিদিকে ভালোবাসে তারা দিদির পাশেই থাকবে।”

e093f127 bc7a 4299 8b14 bc7d798b1528
অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে নুসরতের প্রসঙ্গে যশ সাফ জানান, নুসরতের সঙ্গে বিজেপিতে যোগদান নিয়ে কোনো কথাই বলেননি তিনি। তবে তাঁদের বন্ধুত্বটা অভিনয় ইন্ডাস্ট্রির সূত্রে। অভিনয় ও রাজনীতি দুটো আলাদা ক্ষেত্র। নুসরতের রাজনৈতিক মত আলাদা ও তাঁর নিজের আলাদা বলে জানান যশ। তার জন‍্য তাঁদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না।

এখানেই শেষ নয়। সদ‍্য বিজেপিতে যোগ দিয়েই যশ জানান, এখনো মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে যথেষ্ট শ্রদ্ধা করেন তিনি। এখনো নিজেকে তাঁর ‘ভাই’ বলেই মনে করেন। এমনকি বিজেপিতে যোগ দেওয়ার আগেও মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের থেকে আশীর্বাদ চেয়েছেন যশ।

এদিন বসিরহাট কলেজের উন্নয়ন নিয়েও আলোচনা করেন নুসরত। কলেজে একটি অডিটোরিয়াম তৈরির কথা বলেন তিনি। বসিরহাট পুরোনো বাজারে ব‍্যবসায়ীদের জন‍্য একটি কমিউনিটি হলের উদ্বোধনেও যান নুসরত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর