৫১-তে পা ভারতীয় ক্রিকেটের নবরূপকারের, জন্মদিনে রইলো সৌরভের ৪ টি অজানা কীর্তি! জানলে হবেন সমৃদ্ধ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আজ নিজের ৫১তম জন্মদিন উদযাপন করছেন। সারা ক্রিকেট বিশ্বে ‘দাদা’ হিসাবে পরিচিত প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি খেলাধুলার জগতের অন্যতম প্রশংসিত এবং সম্মানীয় ব্যক্তিত্ব। তিনি ভারতীয় ক্রিকেটকে গড়াপেটা কেলেঙ্কারির কালো মেঘ কাটিয়ে নতুন আকাশের সন্ধান দিয়েছিলেন। তার জন্যই পরবর্তীতে যুবরাজ সিং, হরভজন সিং, এমএস ধোনি, জাহির খানের মতো কিংবদন্তিদের পেয়েছে। তার জন্মদিনের এই বিশেষ মুহূর্তে রইলো ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে তার গড়া এমন কিছু রেকর্ড যা আজও কেউ ভাঙতে পারেননি।

বড় মঞ্চে বড় শট: আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায় মানেই সৌরভ গঙ্গোপাধ্যায় জ্বলে উঠবেন এমনটা যেন একসময় নিশ্চিত ছিল। একসময় আগ্রাসী ব্যাটিং করা সৌরভ আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায়ে মোট ১৮ টি ছক্কা মেরেছেন। একজন ভারতীয় হিসাবে যা সর্বোচ্চ। বিশ্ব ক্রিকেটের দিক দিয়ে তিনি এই তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে।

sourav ganguly back

আইসিসি টুর্নামেন্ট ফাইনাল: একমাত্র ভারতীয় যিনি কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শতরান হাঁকাতে পেরেছেন। ২০০০ সালে মূলত তরুণ ক্রিকেটারদের দিয়ে তৈরি ভারতীয় একাদশ নিয়ে তিনি গড়া পেটা বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটকে নতুন আসার আলো দেখিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। সেমিফাইনালের পর ফাইনালেও শতরান পেয়েছিলেন তিনি। সামনে থেকে নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ১১৭ রানের ইনিংসটি শেষপর্যন্ত ভারতকে ম্যাচ জেতাতে পারেনি।

তিনে তিন: একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি তিনটি আইসিসি টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনটি ক্ষেত্রেই ভারত ফাইনাল অবধি পৌঁছেছে। মহেন্দ্র সিংহ ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হতে পারেন, কিন্তু ভারতকে ৩ টি আইসিসি ট্রফি জেতানোর জন্য তিনি মোট ১০ টি আইসিসি টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সৌরভের মতো রেকর্ড তার এই অর্থে নেই।

বিশ্বকাপে শীর্ষে: আজও বিশ্বকাপে কোনও ভারতীয়র খেলা সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসটি রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে। ১৯৯৯ সালে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে রীতিমতো তান্ডব নৃত্য করে ১৫৮ বলে ১৮৩ রানের একটা ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপে আজও তার ওই ইনিংসকে টপকাতে পারেনি কোনও ভারতীয়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর