ধোনি লাজুক প্রকৃতির, কিন্তু ২০০৮ সালে সিডনি টেস্টে ধোনি খোলস থেকে বেরিয়ে আসেন, হরভজন সিং।

ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন খেলেছেন ভারতীয় স্পিনার হরভজন সিং, এখন তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। আর সেই কারণে মহেন্দ্র সিং ধোনিকে তিনি খুব কাছ থেকে দেখছেন বহু বছর ধরে। এবার হরভজন সিং জানালেন যে বন্ধু হিসাবে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কেমন। যখন তিনি প্রথম ভারতীয় দলে এসেছিলেন তখন কেমন ছিলেন? এবং পরবর্তীকালে ভারতীয় জাতীয় দলের অধিনায়ক হওয়ার পরে তার স্বভাবে কি পরিবর্তন এসেছে, সমস্তটাই এইদিন জানালেন হরভজন সিং।

হরভজন সিং জানালেন ভারতীয় দলে যখন প্রথম মহেন্দ্র সিং ধোনি এসেছিলেন তখন তিনি খুবই লাজুক প্রকৃতির ছিলেন। কখনো কারো সাথে আগে থেকে কথা বলতেন না, ক্রিকেটের বাইরে ধোনি সবসময় একা একা থাকতেই ভালবাসতেন। কখনো কারো দরজায় গিয়ে নক করতেন না। তারপর অধিনায়ক হওয়ার পরেও ধোনির স্বভাবে খুব একটা পরিবর্তন চোখে পড়েনি, অন্তত প্রথম এক বছর সেই লাজুক ধোনিকেই দেখেছেন সকলে।

48046753fac3dbdce50c1ffb2d152ed0ce6da45c98bc8a9aa9ce529bcddee8045b02552a

হরভজন সিং জানিয়েছেন আমি প্রথমবার ধোনিকে নিজের মতামত দিতে দেখি 2008 সালে অস্ট্রেলিয়া সিডনি টেস্টে। হরভজন সিং জানিয়েছেন 2008 সালে সিডনি টেস্টের বিতর্কিত ঘটনা যখন ভারতীয় ক্রিকেটে প্রভাব ফেলেছিল। সেই সময় প্রথম খোলস থেকে বেরিয়ে এসে প্রথমবারের মতো নিজের মতামত প্রকাশ করেন ধোনি। তারপর থেকেই ধোনির স্বভাবে পরিবর্তন দেখতে পায় ভারতীয় ক্রিকেট।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর