আমি লজ্জিত, কিন্তু কোহলি এটা কি করলো! RCB তারকার ব্যবহারে মর্মাহত হরভজন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে হওয়া তর্ক বিতর্ক নিয়ে উত্তেজনার বেশ একদিন পরেও পুরো মাত্রায় বজায় রয়েছে। প্রত্যেকেই জানার চেষ্টা করছেন এই ঘটনার পেছনে। কিন্তু পুরো ভিডিওটি যারা নিরপেক্ষভাবে দেখেছেন তারা হয়তো কোনও একজন ক্রিকেটারকে পুরোপুরি দায়ী করতে পারবে না। এর পিছনে অনেকগুলি ঘটনা আছে এবং এর সূত্রপাত যখন প্রথম পর্বের খেলায় আরসিবি (RCB) এবং এলএসজি (LSG) মুখোমুখি হয়েছিল তখন থেকেই হয়েছে।

fined kohli gambhir

এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। হরভজন নিজেও একজন আগ্রাসী মানসিকতার খেলোয়াড়। একাধিকবার নিজের বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। এমনকি আইপিএলের শুরুর দিকের বছরগুলিতে একবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় একটি থাপ্পড় কষিয়েছিলেন।

তবে এই মুহূর্তে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞের কাজ করতে থাকা হরভজন সিং গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে হওয়া তর্কাতর্কির বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না। দুজনের সঙ্গেই দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন হরভজন। কিন্তু এখানে সরাসরি কোনও পক্ষ নেননি তিনি।

তিনি বলেছেন, “২০০৮ সালে শ্রীশান্তের সঙ্গে আমি যেটা করেছিলাম তার জন্য আমি অত্যন্ত লজ্জিত। কিন্তু কোহলি একজন মহতারকা। ওর এইরকম ঘটনার সাথে যুক্ত হওয়া উচিত নয়। গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা ক্রিকেটের জন্য একেবারেই ভালো নয়। ওরা দুজনেই একই শহরের বাসিন্দা। কাঁধে কাঁধ মিলিয়ে ওরা ভারতকে বিশ্বকাপ দিয়েছে। ওদের সম্প্রীতির বার্তা দেওয়া উচিত, বিভেদের নয়।”

অপরদিকে নতুন করে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন আফগান পেসার নবীন উল হক। গতকাল তার সঙ্গে বিরাট কোহলির কথা কাটাকাটি থেকেই এই ঝামেলার উৎপত্তি হয়েছিল। তিনি বলেছেন, “আমি সব সময় ক্রিকেটের অনুগত ছাত্র এবং সম্মান দিতেও জানি। কিন্তু কেউ যখন বলে যে আমরা তার পায়ের নিচেই থাকবো তখন সেটা শুধু আমাকে নয় পুরো দেশের অপমান। আমাকে সম্মান না করা হলে আমি সম্মান করতে পারব না।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর