ওয়ার্নের শতাব্দীর সেরা বলের স্মৃতি ফেরালেন হরভজন সিং! হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন ক্রিস গেইল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেন ওয়ার্নের (Shane Warne) ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মাইক গ্যাটিংয়ের বিরুদ্ধে করা শতাব্দীর সেরা বলের (Ball of The Century) কথা সকলের মনে আছে নিশ্চয়ই। আজও কেউ ওই ডেলিভারীর অমন মারাত্মক স্পিন হওয়ার কোনও ব্যাখ্যা দিতে পারেননি। নিজের কেরিয়ারে বহুবার অনেক ব্যাটারকে নিজের স্পিনের জালে ফাঁসিয়েছেন শেন ওয়ার্ন। কিন্তু লেগস্টাম্পের বাইরে বল ফেলে সেটিকে টার্ন করিয়ে অফস্টাম্প উড়িয়ে দেওয়া ওই ডেলিভারীটি সকলকে মনের মণিকোঠায় থেকে যাবে। এবার সেই স্মৃতি ফেরালেন হরভজন সিং (Harbhajan Singh)।

বর্তমানে অবসরপ্রাপ্ত ভারতীয় তারকা অফস্পিনার লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট খেলছেন। তিনি ইন্ডিয়ান মহারাজা দলের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে প্রথম ম্যাচে এশিয়ান লায়ন্সের বিরুদ্ধে খুবই বাজে পারফরম্যান্স করলেও গতকাল রাতে ওয়ার্ল্ড জায়ান্টস দলের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন ভারতীয় তারকা।

কাল মাত্র ২ ওভার হাত ঘুরিয়ে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন হরভজন। টার্বুনেটর কাল ক্রিস গেইল, রস টেইলর, মর্নে ভ্যান উইক এবং কেভিন ও ব্রায়েনকে আউট করেছেন। এর মধ্যে যে ডেলিভারীটি করে তিনি গেইলকে ফিরিয়েছেন তা বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছে আরও একবার এবং উস্কে দিয়েছে গত বছর প্রয়াত হওয়া শেন ওয়ার্নের স্মৃতি।

ওভার দ্য উইকেট বল করতে এসে লেগ স্টাম্পের অনেক বাইরে বল ফেলেন হরভজন। গেইল সেটিকে অনায়াস ভঙ্গিতে ফাইন ও স্কোয়ার লেগের মাঝামাঝি অঞ্চল দিয়ে উড়িয়ে দিতে যান। কিন্তু বলটি তাকে চমকে দিয়ে মাত্র তৃতীয় ওভারেই অনেকটা স্পিন করে তার উইকেট নাড়িয়ে দেয়। অবিশ্বাসের ভঙ্গিতে ক্রিজে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন গেইল।

তবে কাল হরভজনের অসাধারণ বোলিং এবং গৌতম গম্ভীরের টানা দ্বিতীয় অর্ধশতরান সত্ত্বেও ফের হারের মুখ দেখেছে ইন্ডিয়ান মহারাজাস। প্রথমে ব্যাট করে ফিঞ্চ (৫৩) ও ওয়াটসনের (৫৫) অর্ধশতরানে ভর করে ১৬৬ রান তুলেছিল ওয়ার্ল্ড জায়ান্টস। রান তাড়া করতে নেমে গম্ভীর ৬৮ রান করলেও ১৬৪ রানের বেশি তুলতে পারেনি ভারতের দলটি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর