বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik pandya)। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার নিরিখে সিরিজের সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik pandya)। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যখন ভারতের জয়ের জন্য শেষ পাঁচ ওভারে 56 রান প্রয়োজন ছিল সেই সময় ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া (Hardik pandya)। 22 বলে 42 রানের মারকাটারী ইনিংস খেলে সেই ম্যাচে ভারতকে জয় এনে দেয় হার্দিক পান্ডিয়া এবং সেই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নেয় ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে 16 রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া, দ্বিতীয় ম্যাচে 42 রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া এবং শেষ ম্যাচে 20 রান করলেও ম্যাচ ফিনিশ করতে পারেনি হার্দিক পান্ডিয়া। তবুও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্সের নিরিখে সিরিজ সেরা হয়েছেন তিনি। তবে সিরিজ সেরা হয়ে সেই পুরস্কার সদ্য অভিষেক হওয়া টি নটরাজনের হাতে তুলে দেন হার্দিক পান্ডিয়া এবং বলেন তুমি এই পুরস্কারের যোগ্য।
Natarajan, you were outstanding this series. To perform brilliantly in difficult conditions on your India debut speaks volumes of your talent and hardwork 👏 You deserve Man of the Series from my side bhai! Congratulations to #TeamIndia on the win 🇮🇳🏆 pic.twitter.com/gguk4WIlQD
— hardik pandya (@hardikpandya7) December 8, 2020
Thank you brother https://t.co/rljZUvMKGY
— Natarajan (@Natarajan_91) December 8, 2020
এই অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন হার্দিক পান্ডিয়া। অপরদিকে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সিরিজে বল হাতে নজর কেড়েছেন টি নটরাজন। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন তিনি, দ্বিতীয় ম্যাচে দুটি উইকেট এবং তৃতীয় ম্যাচে নিয়েছেন একটি উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারও নটরাজনের হাতে তুলে দেন হার্দিক পান্ডিয়া।
The last few months have been surreal. My maiden outing with #TeamIndia and we won the T20I series. A dream come true moment made special by the champion bunch. I thank my teammates for their constant support and encouragement. Thank you everyone for your love & support 🙏 pic.twitter.com/o2yCP4RVU0
— Natarajan (@Natarajan_91) December 9, 2020
এইদিন সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়া লিখেছেন, ” “এই সিরিজে তুমি দুর্দান্ত খেলেছো নটরাজন। কঠিন পরিস্থিতিতে তুমি যেভাবে বোলিং করেছো তাতে তোমার কঠোর পরিশ্রম এবং প্রতিভাকে শ্রদ্ধা করি। আমার কাছে তুমিই এই সিরিজের সেরা। জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন।”