পিচের মধ্যে কার্তিকের সঙ্গে আজব ব্যবহার হার্দিক পান্ডিয়ার, হচ্ছেন ট্রোলের শিকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই মুখ খুবড়ে পড়লো ভারতীয় দল। রোহিত শর্মা নেতৃত্বে আসার পর থেকে টানা ৯ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছিল ভারত। কিন্তু কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লোকেশ রাহুলের অনুপস্থিতিতে রিশভ পন্থের অধিনায়কত্বে ভারতীয় দল মুখ থুবড়ে পড়ে। তার মধ্যে মাঠের মাঝে হার্দিক পান্ডিয়া এমন এক কান্ড করে যা নিয়ে তৈরি হয় বিতর্ক।

কাল প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ভারত দুর্দান্ত ব্যাটিং করেছিল। লোয়ার অর্ডারে নেমে হার্দিক পান্ডিয়া ৩১ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন। কিন্তু ২০ তম ওভারের পঞ্চম বলে তিনি মিড উইকেটে ফ্লিক করেও সিঙ্গল নিতে অস্বীকার করেন। শেষ বলে দীনেশ কার্তিকের বদলে তিনি নিজেই স্ট্রাইক নিতে চেয়েছিলেন। যদিও শেষ বলে ২ রানের বেশি তুলতে পারেননি হার্দিক।

দীনেশ কার্তিক সদ্যসমাপ্ত আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। আরসিবির হয়ে লোয়ার অর্ডারে একাধিক আক্রমণাত্মক ইনিংস খেলেছেন। কাল তাকে স্ট্রাইক দিলে আর একটু বেশি রান উঠতে পারতো শেষ দুই বলে যা হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারতো। এই জন্য নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় হার্দিককে ট্রোলিংয়ের শিকার বানিয়েছেন।

রান তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়েও ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৭টি চার ও ৫টি ছক্কা সহযোগে ৪৬ বলে ৭৫ রান করেন ডুসেন। সদ্য গুজরাটকে আইপিএল জেতানো ডেভিড মিলার আজও সপ্রভিত। ৩১ বলে ৬৪ রানের মারাত্মক ইনিংস যাবতীয় আশা শেষ করে দেয় ভারতের। ৫ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় ম্যাচ। গোটা ম্যাচে পরিকল্পনাহীন বোলিংয়ের কারণে ম্যাচ হারতে হয় পন্থের দলকে। আইপিএল কাঁপানো প্রতিটি বোলারের ব্যর্থতা আবারও প্রমাণ করলো বুমরা ও শামির অপরিহার্যতা। কাল জিতলে আফগানিস্তানের ২০১৮ থেকে ২০১৯ অবধি টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে যেত। কিন্তু সেই রেকর্ড অধরাই থেকে গেল।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর