টি২০ বিশ্বকাপে থাকছেন হার্দিক? চলল ২ ঘন্টার মিটিং, বড়সড় সিদ্ধান্ত কোচ-ক্যাপ্টেনের!

বাংলা হান্ট ডেস্ক : হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নামটার সাথেই জুড়ে রয়েছে বিতর্ক। যেদিন থেকে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়কত্ব কাঁধে তুলেছেন সেদিন থেকেই বিতর্কের ঘেরাটোপে জড়িয়ে পড়েছেন তিনি। আসন্ন বিশ্বকাপে (T20 World Cup) তার জায়গা নিয়েও শুরু হয়েছে সংশয়। এসবের মাঝেই গোপনে দীর্ঘ বৈঠক সারলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, বৈঠকে হার্দিকের ভবিষ্যৎ নিয়েও কথা হয়েছে এই বৈঠকে।

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল টি২০ বিশ্বকাপে কি সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া? কারণ IPL-র চলতি মরশুমে হার্দিকের পারফরম্যান্স একেবারে তলানিতে। এমন আবহে তাকে কি বিশ্বকাপে সুযোগ দেবে নির্বাচকরা? শোনা কথা, ইতিমধ্যেই নাকি পান্ডিয়ার বিকল্প হিসেবে শিবম দুবের কথা ভাবছে নির্বাচকরা।‌

   

হার্দিকের পারফরম্যান্সের কথা বললে, এখনও পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছেন হার্দিক। তার মধ্যে চারটি ম্যাচে বল করেছেন। ওভার প্রতি ১২ রান দিয়েছেন তিনি। সর্বসাকুল্যে তিনি উইকেট নিয়েছেন ৩টি। যার মধ্যে পাওয়ার প্লে তে ৪ ওভারে ৪৪ রান দিয়েছেন তিনি। অন্যদিকে মাঝের ৬ ওভারে ৬২ রান দিয়েছেন এবং ডেথ ওভারে রান দিয়েছেন ২৬। সূত্রের খবর, হার্দিকের বোলিং-এ মোটেও খুশি নন নির্বাচকরা।

আরও পড়ুন : দেশের এত শতাংশ মানুষ ফের চায় মোদীকেই! সমীক্ষায় ভয়ানক তথ্য, শুনে কেঁপে যাবেন

এমতাবস্থায় তার বোলিং-এর উপরই নির্ভর করছে ভবিষ্যৎ। আসন্ন বিশ্বকাপে জায়গা পেতে হলে তার বোলিং-র উপর ফোকাস করতে হবে বলে দাবি বিশেষজ্ঞদের। এমনিতে হার্দিক সাধারণত ব্যাক অফ লেংথ বল করেন বেশি। কিছু কিছু সময় কাটার বা স্লোয়ারের ব্যবহারও করে থাকেন। এমনিতে তার বল স্যুইং না করলেও চলতি মরশুমে তেমন একটা ক্যারিশ্মা দেখাতে সম্ভব হয়নি।

আরও পড়ুন : বাংলার নিজস্ব IPL, বড় উদ্যোগ নিল CAB! ফ্র্যাঞ্চাইজ নিল দুই সংস্থা

hardik pandya (1)

চেন্নাইয়ের সাথে ম্যাচের দিন শেষ ওভারে বেদম পিটুনি খেয়েছেন তিনি। তার বল পরপর তিনটি ছক্কা মারেন মহেন্দ্র সিং ধোনি। এমতাবস্থায় বিশ্বকাপে সুযোগ পেতে হলে সবার আগে বোলিং লাইন ঠিক করতে হবে তাকে। এবং সেটা তাকে করতে হবে চলতি আইপিএল-এই। কারণ এর আগে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না রোহিতরা। তাই বিশ্বকাপে সুযোগ পেতে হলে এই আইপিএল-ই শেষ সুযোগ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর