যুবরাজ বা রায়নাও করে দেখাতে পারেননি, T-20 তে এমন কীর্তি করে দেখালেন হার্দিক পান্ডিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। ম্যাচের মাঝেই ব্যাট করতে নেমে পেশিতে টান লাগাই রোহিত শর্মাকে বেরিয়ে যেতে হয়েছিল কিন্তু সূর্যকুমার যাদবের দুরন্ত ৭৬ রানের ইনিংসের দৌলতে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। তাল আবেশ খান বাদে বাকি ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাদের মধ্যে কাল শ্রেষ্ঠ বোলিং করেছেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকেই যেন হার্দিক পান্ডিয়া নিজের পারফরম্যান্সকে কয়েক স্তর ওপরে নিয়ে গিয়েছেন। প্রথমে আইপিএলের মঞ্চে গুজরাট টাইটানস এর অধিনায়ক হিসেবে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন। ফাইনালে বল হাতে দুরন্ত বোলিং করেছিলেন তিনি। এরপর ভারতীয় দলে ফিরে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে ফের একবার ভারতীয় দলের কাছে অপরিহার্য করে তুলেছেন।

hardik rohit sharma

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলে ব্যাট হাতে এখনো বড় কিছু করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে যদিও ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। কিন্তু সেই ৩১ বলে ৩১ রানের ইনিংস একেবারেই হার্দিকসুলভ নয়। কিন্তু গোটা সিরিজ জুড়ে অত্যন্ত কৃপণ বোলিং করছেন তিনি। চলতি পাঁচ ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম তিনটি ম্যাচ মিলিয়ে তিনি মোট ১০ ওভার বোলিং করেছেন। এই ১০ ওভারে তিনি মাত্র ৫৩ রান দিয়েছেন এবং ২টি উইকেট পেয়েছেন। কালকেও ভারতীয় দলের সবচেয়ে কৃপণ বোলার ছিলেন তিনি। নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিং-কে আউট করেছিলেন হার্দিক।

কালকের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর একটি নতুন রেকর্ড করে ফেলেছেন হার্দিক পান্ডিয়া। ভারতের ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০০ রান এবং ৫০ উইকেট, দুটি মাইলফলকই অর্জন করেছেন। এর আগে সুরেশ রায়না, যুবরাজ সিং, ইরফান পাঠানের মত তারকা অলরাউন্ডাররা ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন কিন্তু কেউ এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। বিশেষ কৃতিত্বের জন্য তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বল হাতে হার্দিক পান্ডিয়ার এই ফর্ম ভারতকে কিছুটা স্বস্তি দেবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর