যেটা করা বারণ ছিল সেটাই করলেন মাঠে! BCCI-এর নিয়ম ভাঙলেন হার্দিক পাণ্ডিয়া

Published on:

Published on:

Hardik Pandya broke BCCI rules.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তিনি চণ্ডীগড়ের বিরুদ্ধে দলকে এক অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন। প্রথমে ব্যাট করে বরোদা ৩৯১ রান করে। যার জবাবে চণ্ডীগড় ২৪২ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ৩১ বলে ৭৫ রান করেন। ওই ইনিংসে তিনি ৯ টি ছক্কা এবং ২ টি চার মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪০ এর বেশি। যদিও, তারপর হার্দিক পাণ্ডিয়া এমন কাজ করেছেন যা BCCI-এর নিয়মের বিরুদ্ধে ছিল।

কী করেছেন হার্দিক (Hardik Pandya):

BCCI-এর পরামর্শ অমান্য করেন হার্দিক: মূলত, চণ্ডীগড়ের বিরুদ্ধে ৭৫ রান করার পর, হার্দিক বোলিং করতে নামেন। তিনি কেবল ইনিংস ওপেন করেননি, ১০ ওভার বলও করেছিলেন। হার্দিক তাঁর ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৩ টি উইকেট নেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁকে BCCI সিওই কর্তৃক বোলিং করার অনুমতি দেওয়া হয়নি।

Hardik Pandya broke BCCI rules.

জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য যখন টিম ইন্ডিয়াকে নির্বাচিত করা হয়েছিল, তখন BCCI একটি টুইটের মাধ্যমে জানিয়েছিল যে হার্দিক ১০ ওভার বোলিং করার জন্য উপযুক্ত নন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ২৯ কিমি রাস্তা তৈরি! জোড়া বিশ্বরেকর্ড গড়ল NHAI, জানলে অবাক হবেন

তবে, তা সত্ত্বেও, তিনি বিজয় হাজারে ট্রফিতে তাঁর কোটার সমস্ত ওভার বোলিং করেন। মূলত, T20 বিশ্বকাপের কথা মাথায় রেখে সিওই হার্দিককে এই পরামর্শ দেওয়া হয়েছে। তবুও, তিনি বিজয় হাজারে ট্রফিতে পুরো ১০ ওভার বল করছেন। এই কারণে BCCI তাঁর বিরুদ্ধে পদক্ষেপও নিতে পারে। তবে, এটাও সম্ভব যে চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচের আগে হয়তো এই অলরাউন্ডার অনুমতি নিয়েছিলেন।

আরও পড়ুন: ভারতের অর্থনীতি নিয়ে নেই চিন্তা! দেশের GDP-তে হবে বিপুল বৃদ্ধি, কী জানাল SBI?

হার্দিকের দুরন্ত পারফরম্যান্স: বিজয় হাজারে ট্রফিতে হার্দিক অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। চণ্ডীগড়ের বিরুদ্ধে ৭৫ রান করার পাশাপাশি, তিনি বিদর্ভের বিরুদ্ধেও দুর্দান্ত পারফর্ম করেন। হার্দিক ১৩৩ রানের ইনিংস খেলেছেন। তিনি গত ২ টি ম্যাচে ২০ টি ছক্কা মেরেছেন। এবার তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে খেলতে দেখা যাবে।