মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক! সুযোগ বুঝে রোহিতের হাত বড় অস্ত্র ছিনিয়ে নিলো কোহলির RCB

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দু-তিনদিন ধরে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ভবিষ্যৎ নিয়ে যেরকম নাটক চলল তা আইপিএলের (IPL 2024) ইতিহাসে আগে কোনওদিনও দেখা গিয়েছে বলে জানা যায়নি। কাল এক সময়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সমর্থকরা আশা ছেড়ে দিয়েছিলেন। অনেকেই ধরে নিয়েছিলেন যে টানা দুবার আইপিএলের ফাইনাল খেলা গুজরাট টাইটান্সেই (Gujrat Titans) থেকে যেতে চলেছেন হার্দিক। কিন্তু শেষ মুহূর্তে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে নিজের পুরনো ঠিকানায় ফিরে এলেন তারকা অলরাউন্ডার। সেই সুযোগ বুঝে মুম্বাই ইন্ডিয়ান্সের হাত থেকে একটা বড় অস্ত্র ছিনিয়ে নিল বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি (RCB)।

হার্দিকের মূল্য:

গতকাল একটা সময় পর মনে হচ্ছিল যে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ছিনিয়ে নেওয়ার জন্য একজন সম্মানের তারকাকে তাদের হাতে তুলে দিতে হবে রোহিত শর্মাদের। কিন্তু শেষপর্যন্ত ১৫ কোটি টাকার বিনিময়েই হার্দিক মুম্বাইয়ে ফিরে এসেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই নিয়ে অফিসিয়াল কোনও বিবৃতি আসেনি এখনও। এই বিষয়টা বিশ্বাস করতে চাইছেন না অনেকেই। গতকাল যে বিষয়ে রাজি ছিল না গুজরাট তারা আজকেই কি করে শর্ত মেনে নিল সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে বিশেষজ্ঞ। অনেকেই মনে করছেন যে খাতায়-কলমে ১৫ কোটির হিসাব দেখালেও নিয়ম বহির্ভূতভাবেও হয়তো কিছু টাকা গুজরাট টাইটান্সকে দেওয়া হয়েছে যার জন্য তারা এই চুক্তিতে রাজি হয়েছে।

হার্দিকের বার্তা:

নিজের পুরনো দলে ফিরতে পেরে অত্যন্ত খুশি ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন মুম্বাই ইন্ডিয়ান্স জার্সি গায়ে দেওয়া ছবিও পোস্ট করে ফেলেছেন তিনি। সমর্থকদের তিনি বার্তা দিয়েছেন যে মুম্বাই পল্টনের সামনে আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে পারাটা তার কাছে অত্যন্ত সুখকর অভিজ্ঞতা হতে চলেছে।

আরও পড়ুন: কোহলি, রোহিতদের জন্যই ভারত বিশ্বকাপ পায়নি! শামির মন্তব্যে এবার আগুন জ্বলবে ভারতীয় ক্রিকেটে

ফায়দা লুটলো RCB:

যেহেতু টাকার বিনিময়ে এই হার্দিক অধ্যায়ের সমাপ্তি ঘটানো গিয়েছে তাই মুম্বাই ইন্ডিয়ান্সেরও কিছুটা ফান্ডের প্রয়োজন ছিল। আর সেই ফান্ড তারা তুলে ফেললো ক্যামেরন গ্রিনকে বিক্রি করে। পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও জানা যাচ্ছে যে আরসিবি ১৭.৫ কোটি টাকার বিনিময়ে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে নিজেদের দলে সামিল করেছে।

আরও পড়ুন: কোহলি ও রোহিতের প্রয়োজন ফুরোলো ভারতীয় দলে! তাদের বদলে এই তারকাদের সুযোগ দেবে BCCI

ক্যামেরন গ্রিনের বার্তা:

এই অজি তারকাকে দলে নেওয়ার ফলে বিরাট কোহলিদের দলের ব্যাটিং এবং বোলিং দুইয়েই গভীরতা বাড়লো। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন গ্রিন। আরসিবির হয়ে মাঠে মিমি নিজেকে প্রমাণ করতে তিনি মরিয়া হয়ে রয়েছেন বলে তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর