বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়ার (India National Cricket Team) বিধ্বংসী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ক্রিকেট বিশ্বে নিজের মারকুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। ব্যাটের পাশাপাশি হার্দিক বলের মাধ্যমেও খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। কিন্তু বর্তমানে চলা টি২০ ওয়ার্ল্ডকাপে এই হার্দিক পান্ডিয়াই দলের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হার্দিক না ব্যাটে কামাল দেখাতে পারছে, আর না বল করতে পারবে। আর এই কারণে তাঁকে টিমে জায়গা দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
আর এরই মধ্যে হার্দিক পান্ডিয়ার সিলেকশন নিয়ে বড়সড় তথ্য সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হার্দিককে টিমে জায়গা দেওয়া হত না। কিন্তু দলের মেন্টর ধোনির (MS Dhoni) জেদের কাছে হার মানতে হয় BCCI কে। সূত্র মতে, ‘নির্বাচকরা আইপিএল-র পর হার্দিককে ভারতে পাঠাতে চেয়েছিল, কারণ হার্দিক এবারের আইপিএলে একটিও বল করেনি। কিন্তু ধোনি নির্বাচকদের সামনে হার্দিক পান্ডিয়ার হয়ে ওকালতি করে এবং তাঁকে একজন ফিনিশার হিসেবে দলে নেওয়ার কথা বলে।”
হার্দিক পান্ডিয়া বর্তমান সময়ে ভারতের সবথেকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবাই হার্দিকের কাছে এটাই আশা করে যে, সে শেষের দিকে ক্রিজে নেমে বিধ্বংসী ব্যাট করে ম্যাচের মোড় পাল্টে দেবে। কিন্তু টি২০ ওয়ার্ল্ডকাপে পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে তাঁকে অসহায় দেখা যায়। আর তাঁর ব্যাট থেকে রানও আসে না। অন্যদিকে একজন বোলার হিসেবেও হার্দিককে কাজে লাগানো যাচ্ছে না। শেষ ম্যাচে হার্দিক ফিল্ডিংও করতে নামে নি চোটের কারণে।
তবে, হার্দিক পান্ডিয়া বুধবার প্রথম নেটে বল প্র্যাকটিস করেছে। তাঁর এই অভ্যাসের কারণে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচে একজন অলরাউন্ডার হিসেবে তাঁর আত্মপ্রকাশের সম্ভাবনা বেড়ে গিয়েছে। যদি তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হয়, তাহলে ভারত একজন বোলারের বিকল্পও পেয়ে যাবে। ভারতের কাছে আগামী ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কার্যত সেটাই হবে সেমিফাইনাল লড়াই। আর ভারত এবং নিউজিল্যান্ড দুজনেই চাইবে সেই ম্যাচে জয় হাসিল করে শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য।