বাংলা হান্ট ডেস্ক : আগামী মাসের প্রথম সপ্তাহেই ICC T20 World Cup এর জন্য ভারতীয় দলের (India National Cricket Team) স্কোয়াড ঘোষণা করতে পারে BCCI। এমন আবহে গুঞ্জন, চোটের কারণে বাদ যেতে পারেন দলের গুরুত্বপূর্ণ তারকা ব্যাটার। আসন্ন বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য যে এটি বড় ধাক্কা হতে পারে সেকথা বলাই বাহুল্য।
প্রসঙ্গত উল্লেখ্য, IPL ২০২৪ এর শুরুর থেকেই ফর্মে নেই মুম্বাই ইন্ডিয়ানস। বোলিং থেকে শুরু করে ব্যাটিং লাইন কোনোকিছুই খুব একটা ঠিক নেই। রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের জন্য। আর এবার খবর চোটের কারণে দল থেকে বাদ পড়তে পারেন অধিনায়ক।
মুম্বাই ফর্মে না থাকলেও অধিনায়ক হার্দিক কিন্তু নিজস্ব ফর্মেই রয়েছেন। আরসিবির বিপক্ষে মাত্র ৬ বলে ২১ রান করেছেন তিনি। যার মধ্যে ৩ টি ছয়। আসন্ন বিশ্বকাপের আগে এমনই একজন প্লেয়ার দরকার টিম ইন্ডিয়ার। তবে এমন আবহে নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার সাইমন ডল দাবি করেছেন, আইপিএল চলাকালীন গুরুতর আহত হয়েছেন হার্দিক। এই অবস্থায় তিনি হয়ত আসন্ন বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন।
আরও পড়ুন : দিল্লি, কানপুরও ফেল! কলকাতা মেট্রোয় যুক্ত হল বিরাট পরিষেবা, খুশিতে ডগমগ আম জনতা
হার্দিককে নিয়ে কী বললেন সাইমন?
সাইমনের কথায়, হার্দিক পান্ডিয়া IPL ২০২৪ এর প্রথম ম্যাচে ৩ ওভার বল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তিনি ৪ ওভার বল করলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচে একটি ওভারও করেননি। তারপর পঞ্চম ম্যাচেও তিনি মাত্র এক ওভার বল করেছেন। আমি বলছি, তিনি ইনজুরিতে পড়েছেন। চোট পেয়েও খেলছেন তিনি। ফিট থাকলে অবশ্যই বোলিংয়ে আসতেন।’ তার মতে, হার্দিক মুখে কিছু না বললেও নিশ্চয়ই কোনও সমস্যায় ভুগছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার