সিরিজ সেরা হয়েছেন হার্দিক! ম্যাচ জিতে নিজের কৃতিত্ব বিলিয়ে দিলেন গোটা দলকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল ২০২৩-এর শুরুটা করেছে দুর্দান্তভাবে। পরপর দুটি টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Team India)। এর মধ্যে ওডিআই সিরিজ গুলিতে ভারতের নেতৃত্বে দায়িত্বে ছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টি-টোয়েন্টি সিরিজ গুলিতে তুলনামূলক অনভিজ্ঞ ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ গুলি কিছুটা হলেও লড়াই করে জিততে হয়েছে এই তরুণ ভারতীয় দলকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়া সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। হার্দিক ছাড়া আর কোনও ক্রিকেটারই ধারাবাহিক ভাবে সিরিজে পারফর্ম করতে পারেননি। হার্দিক নিজেও সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে ভারতের হারের সময় উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এবং বিশেষ করে তৃতীয় টি-টোয়েন্টিতে তার অলরাউন্ড পারফরম্যান্স ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছে।

হার্দিক পান্ডিয়া গোটা সিরিজ ব্যাট হাতে ৬৬ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে যখন ভারতীয় দল ব্যাট হাতে মাত্র ৯৯ রান তাড়া করতে গিয়েও চাপে পড়ে গিয়েছিল, তখন সূর্যকুমার যাদবের সাথে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতকে শেষ ওভারে গিয়ে ম্যাচ জেতানোর ব্যাপারে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। আর গতকাল ১৭ বলে ৩০ রান করে ভারতকে ২০০ গণ্ডি পার করে আরো অনেক দূর এগোনের ব্যাপারে বড় ভূমিকা নিয়েছিলেন জুনিয়র পান্ডিয়া।

hardik gill

এছাড়া বল হাতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ৪ ওভারে ১ টি উইকেট নিয়ে মাত্র ২৫ রান দিয়েছিলেন। আর গতকাল বল হাতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন তিনি। দুর্দান্ত বোলিং করে কাল নিয়েছেন ৪ টি উইকেট এবং সেই সঙ্গে অত্যন্ত কৃপণও ছিলেন রান দেওয়ার ব্যাপারে।

কাল সিরিজ সেরা হওয়ার পর গোটা কৃতিত্বটা তিনি দিয়েছেন দলের সাপোর্ট স্টাফদের। তাদের ছাড়া এই কীর্তিগুলো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দলের ভুল ত্রুটির যাবতীয় দায় নিজের কাঁধে নিয়েছেন হার্দিক। তিনি বলেছেন, ‘আমি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে এবং তার জন্য দলের যদি কোন ক্ষতি হয় তার পুরো দায় আমার।’


Reetabrata Deb

সম্পর্কিত খবর