টাকা না থাকলে পেট্রোল পাম্পে কাজ করত হত, পুরনো কথা মনে করে আবেগপ্রবণ হলেন হার্দিক পান্ডিয়া

বাংলা হান্ট ডেস্কঃ বিস্ফোরক ব্যাটার তথা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখন ভারতীয় দলের এক গুরুত্বপূর্ণ সদস্য। তার মাঝারি গতির জোরে বোলিং এবং বিস্ফোরক ব্যাটিংয়ের সাহায্যে একাধিক ম্যাচে উল্লেখযোগ্য জয় পেয়েছে ভারতীয় দল। শেষ কয়েক বছর ধরে বেশ ভালো ফর্মেও ছিলেন তিনি। যদিও এই মুহূর্তে আইপিএলে তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি হার্দিক তবে ভারত আশা করবে দ্রুতই ফের একবার ফর্মে ফিরবেন তিনি।

হার্দিককে সাধারণত বাইরে থেকে দেখে অনেকেই জীবন সম্পর্কে কিছুটা অসচেতন মনে করেন। অনেকেই মনে করেন, জীবনের ওঠাপড়াকে সেভাবে পাত্তা দেন না তিনি। তবে এই হার্দিককেও যেতে হয়েছে যথেষ্ট জীবন যন্ত্রণার মধ্য দিয়ে। সম্প্রতি এক ইন্টারভিউতে একথা স্বীকারও করে নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, অর্থ জীবনের জন্য ভীষণ জরুরি। একটা সময় মুম্বাই ইন্ডিয়ান্স তাকে সুযোগ না দিলে হয়তোবা পেট্রোল পাম্পে কাজ করতে হতো তাকে। তিনি বলেন এই কারণেই ২০১৮ সালে মুম্বাই যখন ১১ কোটি টাকায় তাকে রিটেন করেছিল তিনি নিজেকে শান্ত রেখেছিলেন, ভীষণভাবে এর জন্য উত্তেজিত হয়ে পড়েননি।

সংবাদমাধ্যমকে দেওয়া এই ইন্টারভিউতে হার্দিক বলেন, “টাকা থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি জীবনে পরিবর্তন আনে। আমি এর একটি চূড়ান্ত উদাহরণ, অন্যথায় আমি পেট্রোল পাম্পে কাজ করতাম। আমি ঠাট্টা করছি না আমার পরিবার আমার জন্য আমার অগ্রাধিকার এবং আমি নিশ্চিত করতে চাই যে আমার পরিবার যাতে একটি ভাল জীবন পায়।”

hardik pandya jpg 1567093520

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে পিঠের চোটের পর থেকে সেভাবে বোলিং করছেননা হার্দিক। অথচ বোলার হিসেবেও তাকে ভীষণ দরকার ভারতীয় দলের। তবে জানা গিয়েছে তিনি রীতিমতো নেট সেশন করছেন, বিশ্বকাপে প্রয়োজনে যাতে তিনি বল হাতেও ভারতকে সাহায্য করতে পারেন তার জন্য সমস্ত চেষ্টা করছেন তিনি। আজ ওয়ার্ম আপ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে ভারত। বিরাট কোহলি অবশ্যই চাইবেন এই ম্যাচে অন্তত দু ওভার বোলিং করুন হার্দিক পান্ডিয়া। যাতে পরবর্তী ক্ষেত্রে একেবারে তৈরি থাকতে পারেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর